CM Mamata Banerjee: SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

SSKM hospital: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আইপিজিএমআর একটা বিশাল ছাতার মতো কাজ করেন। এতগুলো হাসপাতালের দেখভাল করা বেশ কঠিন কাজ । আমি মনে করি ব্রিকস এই কারণেই আপনাদের বাছাই করেছে। এর জন্য আপনাদের জন্য ১০ লাখ টাকা রিফ্রেশমেন্টের জন‍্য।"

CM Mamata Banerjee: SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 16, 2025 | 5:44 PM

কলকাতা: আরও একটি উডবার্ন ওয়ার্ড উপহার পেয়েছে রাজ্য সরকার। ১০২ টি কেবিন এবং ৮ টি স্যুইট নিয়ে তৈরি এই ‘উডবার্ন ২’-এর উদ্বোধনে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এসএসকেএম (SSKM) থেকে উদ্বোধন করেন মমতা। কী বললেন মুখ্যমন্ত্রী? এক নজরে দেখে নিন। সর্বশেষ তথ্য উপরে।

  1. মমতা বন্দ্যোপাধ্যায়:আগে পদ্মার ওপার থেকে ইলিশ মাছ আসলে তবেই আপনারা ইলিশ পেতেন। এখন ডায়মন্ড হারবার, কোলাঘাট এসব জায়গাতেও ইলিশ পাওয়া যায়। কারণ আমরা ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছ চাষের রিসার্চ সেন্টার করেছি।স্বাধীনতার পর থেকে আমরা আসার আগে পর্যন্ত মেডিক্যালে সিট ছিলো ১৩৫৫ টা। এই কয় বছরে আমরা সেটা বাড়িয়ে করেছি ৫৭০০ টি।
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: এস‌আইআর করতে বলছে বাবা মায়ের সার্টিফিকেট দাও। কোথা থেকে দেবে ? ইনস্টিটিউশন ডেলিভারি আগে কোথায় হতো ? ২০১১ সালেও যখন আমরা ক্ষমতায় এসেছি তখন‌ও ইনস্টিটিউশন ডেলিভারি ছিলো প্রায় ৬০ শতাংশ মতো, এখন তো সেটা হয়েছে ৯৯ শতাংশের বেশি। ফলে এখন বার্থ সার্টিফিকেট পাওয়া যাবে, কিন্তু আগের কী করে হবে ?
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: স্বাস্থ্য বীমায় যে জিএসটি ছাড় দেওয়া হলো এটা আমি প্রথম দাবি করেছিলাম।‌আজকে অনেকে কৃতিত্ব দাবী করছে। অনেকেই জানে না এটা রাজ্যের ঘাড়ের উপর দিয়ে যাবে। এর ফলে রাজ্যের রাজস্ব ক্ষতি হবে প্রায় বিশ হাজার কোটি টাকা।
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: ২০১১ সালে ইনস্টিটিউশনাল জন্মের হার ছিল ৬০ শতাংশ । এখন সেটা ৯৯ শতাংশ ইন্সটিটিউশনাল জন্মহার। ফলে এখন সকলেই বার্থ সার্টিফিকেট পাচ্ছে।
  5. মমতা বন্দ্যোপাধ্যায়: আইপিজিএমআর একটা বিশাল ছাতার মতো কাজ করেন। এতগুলো হাসপাতালের দেখভাল করা বেশ কঠিন কাজ । আমি মনে করি ব্রিকস এই কারণেই আপনাদের বাছাই করেছে। এর জন্য আপনাদের জন্য ১০ লাখ টাকা রিফ্রেশমেন্টের জন‍্য।
  6. মমতা বন্দ্যোপাধ্যায়: অত‍্যাধুনিক ক‍্যানসার হাসপাতাল – অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল করা হচ্ছে যার একটা এস‌এসকে‌এম হাসপাতালে হচ্ছে, আরেকটি উত্তরবঙ্গে হবে। প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রপাতি এর জন্য কেনা হবে।
  7. মমতা বন্দ্যোপাধ্যায়: ভাড়া অন্য জায়গায় যেটা ১৫/২০ হাজার এখানে সেটা ৫ হাজার করা হয়েছে। এক শয্যা বিশিষ্ট রুম ৮ হাজার টাকা।সব ফেসিলিটি সহ এইচডিইউ ১২ হাজার টাকা। এবং আইসিইউ বেড ভাড়া ১৫ হাজার টাকা। (সব‌ই দৈনিক)।১০ তলা ভবন এটি।
  8. মমতা বন্দ্যোপাধ্যায়:পুজো আসছে। আপনারা ছুটি পান না। প্রশাসনের মতো পুলিশ ছুটি পায় না। ব্রিকসে আইপিজিএমআর স্থান পাওয়ার জন্য ধন্যবাদ। বোন ব‍্যাঙ্ক করতে বলব। উডবার্ন ২ তৈরি হল। নার্সিংহোমে সকলে সুযোগ পায়। কিন্তু আমি যে ভাড়া ঠিক করেছি সেটা একটু কমই হবে। কিছু লাইফ সেভিংস বেড আছে। প্রাইভেটে অনেক বেশি নিয়ে নেয়। সিঙ্গল কেবিন – ৫০০০ টাকা রেখেছে। সিঙ্গল স‍্যুইট – ৮০০০
    এইচডিইউ -১২০০০। আইসিইউ – ১৫০০০। আপাতত এই ভাবে চলুক। পরে আমরা দেখে আবার ঠিক করে দেব
  9. ১৩১ শয্যার উডবার্ন-২ ‘অনন্য’ ভবন (ব্যয়-৬৬.৬৩ কোটি)
    কলকাতা পুলিশ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ব্লক (ব্যয়- ২৫.৭১ কোটি)
    ৭ তলা ছাত্রাবাস, লি রোড (ব্যয়- ২৪.৪৯ কোটি)
    রেডিওলজি বিভাগে ১২৮ স্লাইস সিটি স্ক্যান স্থাপন (ব্যয়- ৭.৬৪ কোটি)
    সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (ব্যয়- ৭.৫০ কোটি)
    নিউরোসায়েন্স ইনস্টিটিউট, অপারেশন থিয়েটার সংস্কারসহ বিভিন্ন প্রকল্প
    স্বাস্থ্য ভবনের নতুন অ্যানেক্স-১ ভবন (ব্যয়- ১৬ কোটি)
    ড্রাগ কন্ট্রোল দপ্তরের নতুন ভবন (ব্যয়- ৩২.৯২ কোটি) মোট প্রায় ২১৭ কোটি টাকা ব্যয়ে ১৭ টি প্রকল্পের উদ্বোধন করা হল