কলকাতা: দার্জিলিঙের চিড়িয়াখানায় দুই তুষারচিতার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটির নাম দিলেন ‘ডার্লিং’, অন্যদির নাম রাখলেন ‘চার্মিং’। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ওই দুটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন মমতা।
রাহালা এবং নাকা নামে যে দুটি তুষারচিতা রয়েছে, বুধবার তাদের দুই সন্তানের নাম রাখলেন মমতা। দু’টি শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় তুষারচিতার সংখ্যা বেড়ে ১১ হয়েছে। আর নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে লাল পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। মমতা জানান, চার রেড পান্ডা শাবকের নাম পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি।
সরকারি কর্মসূচিতে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করেন তিনি। সাধারণত মুখ্যমন্ত্রী পাহাড়ে গেলেই সকালে হাঁটতে বের হন। রুটিন মেনেই পাহাড়ি রাস্তায় হাঁটতে বের হন তিনি। রিচমণ্ড হিল থেকে নেমে সরাসরি হিলকার্ট রোড ধরে যাওয়ার পথে দার্জিলিং চিড়িয়াখানার সামনে আসেন তিনি।
চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। । কয়েকদিন আগে তাঁদেরই ব্রিডিং সেন্টারে জন্ম নেয় দুটি তুষার চিতা ও রেড পান্ডার।