‘হাসিনা দি হাড়িভাঙ্গা আম আমি আগে কখনও খাইনি’, শেখ হাসিনাকে চিঠিতে লিখলেন ‘আপ্লুত’ মমতা

Mamata Banerjee: বাংলাদেশের রংপুর জেলার বিখ্যাত হাড়িভাঙা আম উপহার হিসাবে পাঠিয়েছিলেন শেখ হাসিনা।

'হাসিনা দি হাড়িভাঙ্গা আম আমি আগে কখনও খাইনি', শেখ হাসিনাকে চিঠিতে লিখলেন 'আপ্লুত' মমতা
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 5:21 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পেয়ে ‘আপ্লুত’ মমতা পত্র মারফৎ ধন্যবাদ জানালেন তাঁর ‘হাসিনা দি’কে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘শ্রদ্ধেয়া হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।…ঐ আমের মধ্যে আপনার যে স্নেহ ও বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই।’

গত ৪ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। উপহার দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও। ভারত-বাংলাদেশ সীমান্তে বেনাপোল হয়ে সে আম ভারতে আসে।

mamata1

মূলত বাংলাদেশের রংপুর জেলার বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার হিসাবে পাঠিয়েছিলেন শেখ হাসিনা। কার্টন ভরে ভরে সে আম এসে পৌঁছয় সীমান্তে। প্রায় ৬৫ মণ আম ছিল সেখানে। এদিন মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লেখেন, ‘বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি। আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন।’

আরও পড়ুন: বিনয় মিশ্রের মামলায় দ্রুত রায়দান চায় আদালত, বেঁধে দিল সময়সীমা

শুধু বাংলার মুখ্যমন্ত্রীকেই নয়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্যও হাড়িভাঙ্গা আম উপহার হিসাবে পাঠিয়েছেন হাসিনা। দুই দেশ ও দুই দেশের বাঙালির মধ্যে সৌহার্দ্য অক্ষুন্ন রাখতে এ এক অভিনব সৌজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর।