
কলকাতা: সরকারি হাসপাতালের ভিতর বারেবারে মহিলাদের নিগ্রহের অভিযোগ। সেই ঘটনার পর নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন। শনিবার দুপুরে ছিল সুরক্ষা বৈঠক। সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সূত্রের খবর, সেখান থেকে মুখ্য়মন্ত্রীর প্রশ্ন, ‘যার নামে ক্রিমিনাল রেকর্ড ছিল, সে কী করে হাসপাতালে ঢুকল এবং তার দায় কেন রাজ্য সরকারের উপর পড়বে ?’
শনিবারের মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে বৈঠক ছিল। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি হাসপাতালের অধ্যক্ষ,সুপাররা। একই সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার সহ সব জেলার জেলাশাসক, সব জেলার পুলিশ সুপাররাও। সংশ্লিষ্ট বৈঠক থেকে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এ দিন প্রশ্ন তুলেছেন, পুরুষ শৌচাগারে নাবালিকাকে কী করে নিয়ে যাওয়া হল? কেন সিসিটিভিতে গোটা বিষয়টি ধরা পড়ল না? একই সঙ্গে এ দিনের বৈঠকে প্রশ্ন উঠছে, কেন চুক্তিভিত্তিক কর্মীদের পুরনো অপরাধের দায় সরকারকে নিতে হবে? বস্তুত, এসএসকেএম হাসপাতালের ঘটনায় যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে তাঁর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে বলে জানা গিয়েছে।
এক নজরে দেখে নিন কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
সূত্রের খবর, শনিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী এও আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছেন যে, তাঁর হাতে থাকা দুই দফতর যেমন স্বাস্থ্য, ও স্বরাষ্ট্র সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে বিরোধীরা তাঁর উপর দায় চাপায়।