
কলকাতা: মাস তিনেক আগে ঘোষণা করেছিলেন। এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ জানা গেল। মকরসংক্রান্তির পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাল মন্দিরের শিলান্যাস করার জন্যই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর। ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি।
২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর বছরের শেষ লগ্নে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত ২৯ ডিসেম্বর দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মমতা জানিয়েছিলেন, জানুয়ারিতেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে।
শিলিগুড়ির মাটিগাড়ায় মোট ৫৪ বিঘা জমিতে তৈরি হবে এই মহাকাল মন্দির। এই মন্দির নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। পর্যটন দফতরের হাতে থাকা এই জমিতে শুধু মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত বছরের ৪ অক্টোবর প্রবল বর্ষণ ও ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল দার্জিলিংয়ে। সেই সময় বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার কথা ঘোষণা করেন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য ইতিমধ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।
মন্দিরের শিলান্যাসের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন। যে জমি চিহ্নিত করা হয়েছে, সেই জমির একাংশ মাটি ভরাট করা হচ্ছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে সেখানে পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর তিনি আশা প্রকাশ করেন, ওই মন্দির গোটা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। শিলিগুড়িতে এই মন্দিরের শিলান্যাসের ফলে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল বাড়তি কোনও সুবিধা পাবে কি না, তা নিয়েও এখন থেকে চর্চা শুরু হয়েছে।