CM Mamata Banerjee: ‘…জাস্ট ৪-৫ দিন থাকব না, তবে যোগাযোগ থাকবে’, লন্ডন উড়ে যাওয়ার আগে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: এ দিন, বিমান বন্দরে ঢোকার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের সকালেই বিমান ছিল কিন্তু তা বাতিল হয়েছে। কাজেই সব অনুষ্ঠানেই প্রায় অনেকটা সমস্যা হয়ে গিয়েছে। যেহেতু আমাদের অনেকগুলো ব্যবসায়িক মিটিং আছে তাই যেতে হচ্ছে। কিন্তু খুব হেটট্রিক হয়ে গেল।"

CM Mamata Banerjee: ...জাস্ট ৪-৫ দিন থাকব না, তবে যোগাযোগ থাকবে, লন্ডন উড়ে যাওয়ার আগে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2025 | 9:11 PM

কলকাতা: লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে কলকাতা বিমানবন্দরে পৌঁছছেন তিনি। ২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার। দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু হিথরো বিমানবন্দরে আগুন লেগে যাওয়ার কারণে খানিকটা সফরসূচি বদল মমতার।

এ দিন, বিমান বন্দরে ঢোকার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সকালেই বিমান ছিল কিন্তু তা বাতিল হয়েছে। কাজেই সব অনুষ্ঠানেই প্রায় অনেকটা সমস্যা হয়ে গিয়েছে। যেহেতু আমাদের অনেকগুলো ব্যবসায়িক মিটিং আছে তাই যেতে হচ্ছে। কিন্তু খুব হেটট্রিক হয়ে গেল। চারটে দিন সময়। তার মধ্যে যাতায়াত করতেই দুটো দিন লাগবে। হোল নাইট জার্নি করতে হবে। আসার দিনও মধ্য রাতে পৌঁছব আমরা। ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধা।”

এরপর বাংলার সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনারা সকলেই শান্তিতে ভাল থাকুন। আমরা জাস্ট চার-পাঁচদিন থাকব না। তবে যোগাযোগ থাকবে। কোনও রকম কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। ভাল থাকুন।” উল্লেখ্য, শনিবার রাত ৮টার পরে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে উঠবেন মমতা। মাঝরাতে নামবেন দুবাইয়ে। সেখান থেকে লন্ডন হিথরো এয়ারপোর্টে নামবেন ২৩ তারিখ সকাল ৭ টা নাগাদ। যাত্রায় কিছু বদল হলেও তাঁর বাকি কর্মসূচি একই থাকছে। মমতার সঙ্গে যাচ্ছেন প্রায় ২০ জন শিল্পপতি, বিনিয়োগকারী ও বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।