Mamata Banerjee: ‘চা পর্যন্ত নিজের পয়সায় খাই’, মানুষের জন্য বাঁচার অঙ্গীকার মমতার
মুখ্যমন্ত্রী বলেন, "আমি বই লিখি, আমি গান লিখি। এগুলোর থেকে যে রয়্যালটি পাই তার থেকেই আমার চলে যায়।"

কলকাতা: সরকারের বেতন বা পেনশন তো আগেই খারিজ করেছেন। এখনও চা পর্যন্ত নিজের পয়সায় খান। মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে এক অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এর জন্য তাঁর কোনও আফশোস নেই। বরং যতদিন বাঁচবেন, মানুষের জন্য ভালোর জন্য বাঁচবেন বলে জানান মমতা। এদিন চাকরি বাতিল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশও করেন তিনি।
৭ বারের সাংসদ ও এখনও পর্যন্ত তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন পেনশন ও বেতন মিলিয়ে কোটি টাকা পেতে পারতেন। কিন্তু, তিনি নিজে এই সমস্ত কিছু খারিজ করে দিয়েছেন। মমতার কথায়, “আমার পয়সার দরকার নেই। আমি মাইনেও নিই না। পেনশনও নিই না। অন্তত দেড়-দু-লক্ষ টাকা মাইনে পেতে পারি রাজ্য সরকারের থেকে। ১১ বছর ধরে প্রায় কয়েক কোটি টাকা মাইনে পেতে পারি। আমি ১ লক্ষ টাকা করে মাসে পেনশন পাই সাংসদ হিসাবে। ৭ বার সাংসদ ছিলাম। কিন্তু আমি কিচ্ছু নিই না। আমি ওদের গাড়িও চড়ি না। চা-টাও নিজের পয়সায় খাই।”
তাহলে জীবনধারণের জন্য পয়সা পান কোথায়? এই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধারে লেখক, গীতিকার তিনি। সেকথার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বই লিখি, আমি গান লিখি। এগুলোর থেকে যে রয়্যালটি পাই তার থেকেই আমার চলে যায়।”
বই, গান লিখে যতটুকু টাকা পান, সেটাই তাঁর জন্য যথেষ্ট বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি কেবল মানুষের জন্য বাঁচতে চান জানিয়ে জনগণের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি এর থেকে বেশি কিছু চাই না। যতদিন বাঁচব আপনাদের জন্য বাঁচব। ভালোর জন্য বাঁচব। খারাপের জন্য নয়।” মুখ্যমন্ত্রী যে হাজার-হাজার ছেলে-মেয়ের চাকরি বাতিল ভাল নজরে দেখছেন না, তা তাঁর এই মন্তব্য থেকেও স্পষ্ট। তাই এদিন বক্তব্যের শেষে ‘সত্যমেব জয়তে’। ‘বন্দে মাতরম’। ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন মমতা।