Russia-Ukraine Conflict : ‘আমি আপনার পাশে আছি’, ‘যুদ্ধ’ কাছে আনল মোদী-মমতাকে!
Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মোদীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতি নিয়ে চিঠিতে উদ্বেগও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন (Russia-Ukraine Conflict) পঞ্চম দিনে পৌঁছল। দুইপক্ষ বেলারুশ সীমান্তে যুদ্ধ বিরতি বৈঠকে বসার জন্য প্রস্তুত হয়েছে। তবে হামলা জারি রেখেছে রাশিয়া। গতকাল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করে রাশিয়ার সেনা। গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটায় রাশিয়ার সৈন্যবাহিনী। রাশিয়া-ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই পরিস্থিতিতে মোদীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতি নিয়ে চিঠিতে উদ্বেগও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আরও বেশি উদ্যোগী হতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাশিয়া-ইউক্রেনের এই উদ্বেগজনক পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শও দিয়েছেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আজ পঞ্চম দিনে পা রাখল। ইউক্রেনে বিভিন্ন দিক থেকে রাশিয়ায় ঢোকার চেষ্টা করেছে রুশ সেনাবাহিনী। গতকাল খারকিভে প্রবেশ করে রুশ সেনা। এছাড়াও দফায় দফায় ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা হতেই থাকে। ইউক্রেনের বহু বাসিন্দা আশঙ্কাজনক পরিস্থিতিতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইউক্রেনে আটকে থাকা বহু ভারতীয়। বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে ইউক্রেনে ভারতের প্রায় ১৮,০০০ জন নাগরিক আটকে পড়েছে। এর মধ্যে ১৬,০০০ জনই পড়ুয়া। তাদের মধ্যে কয়েক হাজার জন নাগরিককেই ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনেকর এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। তারপর ঘুরপথে রোমানিয়ার বুখারেস্ট দিয়ে কয়েকজন ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় কেন্দ্রের তরফে। শনিবার থেকে আজ অবধি ৬ টি বিমানে কয়েক হাজার ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
এখনও ইউক্রেনে আটকে রয়েছে অনেক ভারতীয়। এরকম বহু ভারতীয় পড়ুয়া বাঙ্কারের অন্ধকারে ভারতে ফিরিয়ে নিয়ে আসার আর্জি জানিয়ে ভিডিয়ো পোস্ট করেছেন। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এরকম ভিডয়ো পোস্ট করে কেন্দ্রের কাছে তাঁদের ফিরিয়ে আনার আবেদন জানান। রাশিয়া-ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বেশ কিছু পড়ুয়াও ইউক্রেনে আটকে পড়েছিলেন। তাঁদের সাহায্য়ের জন্য নবান্নেও খোলা হয়েছিল জরুরিকালীন কন্ট্রোল রুম। এরপর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : HC On SLST Recruitment: এসএলএসটি নিয়োগেও দুর্নীতি, সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট