CM Mamata Banerjee: দু-তিন দিনেই SIR নিয়ে ২৬টি কবিতা লিখে ফেললেন মমতা, বইমেলায় এল বই

Kolkata Book Fair: এরপরই এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে নিজের বই প্রসঙ্গে বলেন, “এসআইআর-এর নামে হেনস্থা চলছে, যেহেতু এটা ২০২৬ সাল তাই আমি ২৬টা কবিতা দু-তিনদিনের মধ্যে লিখে দিয়েছি। ওটাও SIR হিসাবে বেরোবে। কাজেই এবার আমার মোট প্রকাশিত বইয়ের সংখ্যাটা ১৬২ হবে।”

CM Mamata Banerjee: দু-তিন দিনেই SIR নিয়ে ২৬টি কবিতা লিখে ফেললেন মমতা, বইমেলায় এল বই
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jan 22, 2026 | 8:00 PM

কলকাতা: বইমেলার উদ্বোধনে গিয়েও এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখে ফেলেছেন বই। একটা, দু’টো নয়, এসআইআর নিয়ে ছাব্বিশটি কবিতা লিখে ফেলেছেন তিনি। নিজেই জানালেন সে কথা। এদিন ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বলেন, “মোটামুটি আমার ১৫৩টা বই বেরিয়েছে এরইমধ্যে। এবারও হয়তো ৯টা বেরোবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা সবটা এখনও বলিনি। তাহলে আগামীর জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কী থাকবে। একটা কথা ভাণ্ডার দিয়েছি, একটু একটু লিখেছি। 

এরপরই এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে নিজের বই প্রসঙ্গে বলেন, “এসআইআর-এর নামে হেনস্থা চলছে, যেহেতু এটা ২০২৬ সাল তাই আমি ২৬টা কবিতা দু-তিনদিনের মধ্যে লিখে দিয়েছি। ওটাও SIR হিসাবে বেরোবে। কাজেই এবার আমার মোট প্রকাশিত বইয়ের সংখ্যাটা ১৬২ হবে।”  

অন্যদিকে মমতার পাশাপাশি এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীরাও। ছিলেন বিশিষ্ট সাহিত্যিকেরাও। এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। আগেই জানা গিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। ফলে এবারের বইমেলার আসর আরও জমাটি। বইমেলাতেই এবার কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল আয়োজিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। তথ্য বলছে গত বছর বইমেলায় ২৭ লক্ষের বেশি বইপ্রেমী পা রেখেছিলেন। এবার সেই সংখ্যা ছাপিয়ে যেতে পারে বলেই আশাবাদী গিল্ডের কর্তারা। এবার এসবিআই অডিটোরিয়ামের আলোচনার আসরে দেখা যাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত এবং দেবারতি মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় সাহিত্যিকদের। একইসঙ্গে থাকছেন চন্দ্রিল ভট্টাচার্য, উল্লাশ মল্লিক এবং শ্রীজাতর মতো ব্যক্তিত্বরাও।