CM Mamata Banerjee: গুটখা খান? নতুন বিল আনছে মমতার সরকার, বাড়ছে সমূহ বিপদ
West bengal Assembly: নবান্ন সূত্রে খবর, এর আগেও যেখানে-সেখানে থুতু-পানের পিক কিংবা গুটখা খেয়ে ফেলার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু কানে কথা যেত কতজনের? পরিষ্কার রাস্তার উপরে থুতু ফেলে তা নোংরা করেন শহরে একাংশ মানুষ। এই নিয়েই এবার কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: গুটখা খান? তারপর সেটা খেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যেখানে সেখানে থুতু ফেলেন? অথবা গাড়ি চালাতে গিয়ে কাচ নামিয়ে পরিষ্কার রাস্তা নোংরা করেন? তাহলে এবার থেকে সাবধান। এবার থেকে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আরও কড়া রাজ্য সরকার। যত্রতত্র থুতু ফেললেই এবার দিতে হবে কঠোর জরিমানা।
নবান্ন সূত্রে খবর, এর আগেও যেখানে-সেখানে থুতু-পানের পিক কিংবা গুটখা খেয়ে ফেলার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু কানে কথা যেত কতজনের? পরিষ্কার রাস্তার উপরে থুতু ফেলে তা নোংরা করেন শহরে একাংশ মানুষ। এই নিয়েই এবার কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যত্রতত্র থুতু ফেলা এবং পানের পিক ফেললে কঠোর জরিমানা। বিধানসভায় নতুন করে বিল এলে কঠোর শাস্তির ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা।
প্রসঙ্গত উল্লেখ্য়, হামেশাই দেখা যায় রাস্তার উপরে কেউ থুতু ফেলছেন। কেউ পানের পিক, কেউ বা গুটখা খেয়ে রাস্তা নোংরা করেন। এর জেরে দৃশ্য দূষণ তো হয়ই, নোংরা হয় রাস্তা। করোনার সময়ও ভাইরাস যাতে না ছড়ায় থুতু ফেলার যেখানে সেখানে থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।





