Vande Bharat: টিকিটের জন্য হাপিত্যেশ করার দিন শেষ! হাওড়া-পুরী বন্দে ভারতের যাত্রীদের জন্য বড় সুখবর
Vande Bharat: ২০২৩ সালে হাওড়া-পুরী এবং হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়। ১৬ কামরার বন্দে ভারত এক্সপ্রেসেও দুটি শ্রেণি ছিল। একটি এসি চেয়ার কার এবং অন্যটি এক্সিকিউটিভ ক্লাস।

কলকাতা: যেহেতু ভ্রমণের ডেস্টিনেশন হিসেবে বাঙালির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ পুরী, তাই সেই রুটের জন্য এবার বিশেষ সিদ্ধান্ত নিল রেল। এই রুটের বন্দে ভারতের আসনের চাহিদা এতটাই তুঙ্গে যে এবার বাড়ানো হচ্ছে কোচ সংখ্যা।
রেল সূত্রে খবর, এবার থেকে ১৬ নয়, ২০ কোচের বন্দে ভারত চলবে হাওড়া-পুরী রুটে। অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রুট এটি। সবসময়ই যাত্রীদের লম্বা ওয়েটিং লিস্ট চোখে পড়ে। আর এই ভিড়ের কথা মাথায় রেখেই হাওড়া-পুরী এবং পুরী-হাওড়া রুটে ২০ কোচের বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নিল রেল। আগামিকাল, শুক্রবার থেকে নয়া এই ট্রেন এই রুটে চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
কোচ বাড়ানো হলে আরও বেশি যাত্রী হাওড়া এবং পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করতে পারবেন বলে মনে করা হচ্ছে। আপ এবং ডাউন লাইনেই এই ২০ কোচের বন্দে ভারতে চালানো হবে। এর মধ্যে ১৮ টি এসি চেয়ার কার এবং ২ টি এক্সিকিউটিভ ক্লাস থাকবে।
বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালে হাওড়া-পুরী এবং হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়। ১৬ কামরার বন্দে ভারত এক্সপ্রেসেও দুটি শ্রেণি ছিল। একটি এসি চেয়ার কার এবং অন্যটি এক্সিকিউটিভ ক্লাস। তবে সংখ্যা অনেক কম ছিল। এখন থেকে ২০ কোচ হওয়ায় এসি চেয়ার কারের সংখ্যা বাড়বে। হাওড়া থেকে পুরী যেতে এই ‘সেমি বুলেট’ ট্রেনে খরচ পড়ে ১২৬৫ টাকা করে। তবে এটি এসি চেয়ার কারের ভাড়া। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৪২০ টাকা।
হাওড়া থেকে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬টা ১০ মিনিটে পুরীর উদ্দেশে ছাড়ে। দুপুর ১২টা ৩৫ মিনিটে পুরী পৌঁছয় সেই ট্রেন। ওইদিনই ২২৮৯৬ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পুরী স্টেশন থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়ে। রাত ৮টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছে দেয় ট্রেনটি। ঘণ্টায় ৭৭ কিমি বেগে ছোটে হাওড়া-পুরী শাখার বন্দে ভারত ছোটে। তবে এর সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি।
হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত ছাড়ার পর প্রথম স্টপেজ হয় খড়্গপুর। তার পর বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটি। একইভাবে পুরী থেকে হাওড়ায় ফেরার সময়েও একই স্টপেজ দেয় ট্রেনটি।





