Coal Scam: জামিন খারিজ বিকাশের, কয়লাপাচারকাণ্ডে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ, SSKM থেকে রিপোর্ট দায়ের CBI-এর

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jan 30, 2022 | 3:20 PM

Kolkata: এর আগেও একাধিকবার হাজিরা এড়িয়েছেন বিকাশ। এর আগে গত ডিসেম্বরের প্রথম দিকে আসানসোলের সিজেএম আদালতের বিচারক, বিকাশ মিশ্রের দু দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।

Coal Scam: জামিন খারিজ বিকাশের, কয়লাপাচারকাণ্ডে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ, SSKM থেকে রিপোর্ট দায়ের CBI-এর
বিকাশের শারীরিক অবস্থা কেমন? রিপোর্ট চাইল সিবিআই

Follow Us

কলকাতা: কয়লাপাচার কাণ্ডে  ধৃত ‘অসুস্থ’ বিকাশ মিশ্রর জামিনের আবেদন খারিজ করে তাকে সশরীরে আদালতে হাজির করতে নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত। শনিবার বিচারক বিকাশের জামিনের আবেদনের আর্জি খারিজ করে বিকাশকে 8 ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন সিবিআইকে (CBI)। একইসঙ্গে এসএসকেএম হাসপাতালের (SSKM) সুপারের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে বিকাশের শারীরিক অবস্থা সম্পর্কে।

সিবিআই সূত্রে খবর, কেন বিকাশকে এতদিন হাসপাতালে রাখা হল? তাঁর কী সমস্যা হয়েছে এবং কেন তাঁকে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, সে ব্যাপারে এসএসকেএম হাসপাতালের সুপারের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। শেষ মেডিকেল রিপোর্টে জানানো হয়েছে বিকাশের লিভারে নতুন করে কোনো শারীরিক সমস্যা হয়নি। এখন যথেষ্ট সুস্থ রয়েছেন বিকাশ। বর্তমানে এসএসকেএমের জেনারেল বেডে রাখা হয়েছে তাঁকে।

এর আগেও একাধিকবার হাজিরা এড়িয়েছেন বিকাশ। এর আগে গত ডিসেম্বরের প্রথম দিকে আসানসোলের সিজেএম আদালতের বিচারক, বিকাশ মিশ্রের দু দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেইমতো পরে বিকাশকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে হাজির করানোর কথা হয়। কিন্তু, বিকাশ মিশ্র আসানসোল জেল থেকে অসুস্থ অবস্থায় প্রথমে আসানসোল জেলা হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাঁকে স্থানান্তর করা হয় কলকাতার এসএসকেএমে। তখন থেকেই সেখানেই ভর্তি ছিলেন তিনি।

কিন্তু আদৌ কি অসুস্থ বিকাশ মিশ্র? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, সিবিআই হেফজত থেকে বাঁচার জন্যই শারীরিক অসুস্থতাকে ঢাল করেছেন বিকাশ। সূত্রের খবর, বিকাশের অসুস্থতা নিয়ে, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ইতিমধ্যেই একদফা ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন সিবিআই গোয়েন্দারা। বিকাশের হেলথ-রিপোর্টও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা।

আগে, এসএসকেএম হাসপাতাল সূত্রেই জানা গিয়েছিল, বিকাশের হেপাটাইটিস-বি ধরা পড়েছে। তাঁর চিকিৎসারও প্রয়োজন রয়েছে। সেই মতো তাঁকে আসানসোল জেলা হাসপাতাল থেকে এসএসকেএমে পাঠানো হয়। হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে। গত ডিসেম্বরেই প্রথমে ১৩ ও পরে ২২ তারিখ হাজিরা দেওয়ার কথা ছিল বিকাশের। কিন্তু, সেবারেও শরীর খারাপের অজুহাতে অনুপস্থিত ছিলেন বিকাশ। এ বার ফের আগামী ৪ ফেব্রুয়ারি তাঁকে হাজিরার  নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘ব্যারাকপুরে বোম পড়লে, খুন হলেই অর্জুনের নাম ওঠে, ওঁর কি এজেন্সি আছে?’

আরও পড়ুন: Bengal BJP: শান্তনুর বাড়িতে ফের বৈঠকে রীতেশ-জয়প্রকাশ, রবিবারই দিল্লি যাত্রা কেন্দ্রীয় মন্ত্রীর

আরও পড়ুন: WB Govt: সরকারি জমি থেকে দ্রুত ‘অবৈধ’ ধর্মীয় নির্মাণ সরাতে জেলাশাসকদের নির্দেশ, তালিকায় ৮ জেলা

 

Next Article