কয়লা কাণ্ডে রাজ্যের ৭ আইপিএসকে তলব ইডির

Coal Scam Case: ২৬ জুলাই থেকে ৮ অগাস্টের মধ্যে তাঁদের হাজিরা দিতে হবে।

কয়লা কাণ্ডে রাজ্যের ৭ আইপিএসকে তলব ইডির
তলব দুই অফিসারকে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 11:21 AM

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) রাজ্যের ৭ আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করল ইডি (ED)। ২৬ জুলাই থেকে ৮ অগাস্টের মধ্যে তাঁদের হাজিরা দিতে হবে।

সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে একাধিক ব্যক্তির বয়ানে তাঁদের নাম উঠে আসে বলে ইডি সূত্রে খবর। সুকেশ জৈন ছাড়া বাকি আইপিএস-দের আগে সিবিআই-এর প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তলব করা হয়েছে- কোটেশ্বর রাও, সিলভা মুরুগান, শ্যাম সিং, রাজীব মিশ্র, সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং ও তথাগত বসুকে।

আরও পড়ুন: ‘প্রতারকদের থেকে সচেতন’, একাধিক পদক্ষেপ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ

আইপিএস কোটেশ্বর রাওকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৬ জুলাই, সিলভা মুরুগান ইডির মুখোমুখি হবেন ২৮ জুলাই, শ্যাম সিং কে ৩০ জুলাই, রাজীব মিশ্রকে ২ অগস্ট, সুকেশ জৈনকে ৪ অগস্ট, জ্ঞানবন্ত সিং-কে ৫ অগস্ট ও তথাগত বসুকে ৬ অগস্ট তলব করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিংকে আগেই জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মে মাসে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি।

কয়লা-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছে। তাকে ৪ বার জেরাও করেছেন আধিকারিকরা। জেরায় উঠে এসেছে একাধিক পুলিশ কর্তার নাম। সিবিআই সূত্রে খবর, জেরায় একাধিক অভিযুক্ত জ্ঞানবন্ত সিংয়ের নাম করেছেন। কয়লা পাচারকারীদের সঙ্গে তাঁর যোগ ছিল বলে জেরায় দাবি করেছেন অভিযুক্তরা। আদৌ কি জ্ঞানবন্ত পাচারকারীদের থেকে টাকা নিতেন? এবার সেই প্রশ্নেরই উত্তর খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা।