কয়লা কাণ্ডে ‘লিঙ্কম্যান’ বিনয় মিশ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি খারিজ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 28, 2021 | 1:11 PM

Vinay Mishra: অভিযোগ, এই দুই পাচারকাণ্ডে প্রভাবশালীদের কাছে টাকা লেনদেনের অন্যতম মাধ্যম ছিলেন বিনয়।

কয়লা কাণ্ডে লিঙ্কম্যান বিনয় মিশ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি খারিজ
বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টে

Follow Us

কলকাতা: কয়লা ও গরু পাচারের ‘লিঙ্কম্যান’ বিনয় মিশ্রের অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি খারিজ করে দিল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ।। বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দেন, এই মামলার তদন্ত চলবে। বিনয়ের ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির আর্জিও খারিজ করে দেয় আদালত।

কয়লা ও গরু পাচারে তদন্তকারী সংস্থা সিবিআই হাইকোর্টে জানিয়েছে, বিনয়ের সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। তাই তাঁকে জেরা করা দরকার। অভিযুক্ত বিনয়ের আইনজীবী মারফত জানিয়েছিলেন, তিনি এ দেশের বাসিন্দা নন। তাই তাঁকে ভিডিয়ো কনফারেন্সে শুনানিতে অংশ নিতে দেওয়া হোক। বুধবার সেই মামলার শুনানি ছিল। বিনয়ের আবেদন খারিজ করে দেয় আদালত।

গরু পাচারকাণ্ড ও কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছে বিনয় মিশ্রের। অভিযোগ, এই দুই পাচারকাণ্ডে প্রভাবশালীদের কাছে টাকা লেনদেনের অন্যতম মাধ্যম ছিলেন বিনয়। যদিও একাধিকবার তিনি সে সব অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন। তবে একদিকে ইডি যখন তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, সিবিআইও এফআইআর দায়ের করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। এরই মধ্যে বিনয় মিশ্রও পাল্টা কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানান, এই জিজ্ঞাসাবাদ পর্ব যেন ভার্চুয়ালি হয়। করোনার কারণ দেখিয়েই এই আর্জি জানান তাঁর আইনজীবী।

প্রসঙ্গত, কয়লা ও গরুপাচার কাণ্ডে পলাতক বিনয় মিশ্র গত বছরই ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এর পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুর নাগরিকত্ব নেন তিনি। উল্লেখ্য, কিছু দিন আগেই কয়লা ও গরুপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের মা ও বাবাকে তলব করে সিবিআই। আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ারের কাজ চলে যাওয়ার পর পরিচয় দিতেন এসআই হিসাবে! এই ‘ঠগ’এর কীর্তি আরও মারাত্মক

Next Article