AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক ‘ঘনিষ্ঠ’ সুজয় ভদ্র-কে তলব CBI-এর

CBI: ২৪ ঘণ্টার মধ্যে ফের সুজয়কে সরাসরি নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 'লিপস অ্যান্ড বাউন্ডসের'  কোষাধ্যক্ষ ছিলেন সুজয়

Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক 'ঘনিষ্ঠ' সুজয় ভদ্র-কে তলব CBI-এর
অভিষেক 'ঘনিষ্ঠ'-কে তলব, নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 4:05 PM
Share

কলকাতা: কখনও কয়লাকাণ্ড (Coal Smuggling), কখনও গরু পাচারকাণ্ড (Cattle Smuggling), কখনও আবার ভোট পরবর্তী হিংসা মামলা (Post Poll Violence)। একের পর এক ‘দুর্নীতিতে’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তখন বিঁধে দিচ্ছে শাসকদলের নেতা, কর্মী কিংবা প্রথম সারির নেতৃত্বের ঘনিষ্ঠদের। কয়লা পাচারকাণ্ডে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ প্রাক্তন কর্মী তথা সুজয় ভদ্রকে শুক্রবার ফের নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবারই নিজাম প্যালেসে তলব করা হয় সুজয়কে। দিও সূত্রের খবর, সুজয়ও পাল্টা চিঠি পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তিনি আবেদন করেন, ভার্চুয়ালি যেন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু সিবিআই তাঁর আবেদনে সাড়া দেননি।

২৪ ঘণ্টার মধ্যে ফের সুজয়কে সরাসরি নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’  কোষাধ্যক্ষ ছিলেন সুজয়। ফলে তাঁর কাছে কয়লাপাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা, এমনই খবর সূত্রের। এদিকে রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টে গেলেও বৃহস্পতিবার আদালত সুজয় ভদ্রকে তা দেয়নি। ফলে সিবিআই দফতরে তাঁকে সশরীরে হাজিরা দিতে হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

সিবিআইয়ের নোটিস পাওয়ার পর বৃহস্পতিবারই সুজয় ভদ্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন জানান তিনি। যদিও তা তিনি পাননি। বরং সিবিআই তাঁকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজির হতে বলে। কিন্তু সুজয় হাজিরা দেননি। ভার্চুয়াল জিজ্ঞাসাবাদেও রাজি হয়নি সিবিআই। ২৪ ঘণ্টা না যেতেই তাই ফের নোটিস পাঠানো হল তাঁকে।

এই কয়লা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে স্ক্যানারে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকেও একাধিকবার নোটিস পাঠানো হয়েছে। যদিও তাঁর কাছে কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। যেহেতু তিনি এই মামলায় অভিযুক্ত নন, সাক্ষী তাই তাঁর বিরুদ্ধে এখনই তদন্তকারীরা কঠিন কোনও ব্যবস্থা নিতে পারবেন না। কয়লাকাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করেছিল ইডি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে যান সুমিত রায়। আগামী দু’ মাসের জন্য অন্তর্বর্তী নির্দেশের সময় সীমা বাড়ানো হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিল আদালত। কিছুদিন আগেই, নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন সুমিত। সূত্রের খবর, তাঁকে টানা কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা