SIR এর নথি যাচাইয়ে সময় বেঁধে দিল কমিশন, দেওয়া হল ৫দিনের ডেডলাইন

SIR in Bengal: বিএলও-রা যে নছি নতুন করে আপলোড করবেন সেগুলিই আবার জেলা নির্বাচনী আধিকারিকরা সংশ্লিষ্ট দফতরে পাঠাবেন। তারপরই খুঁটিয়ে তা পরীক্ষার কাজ চলবে। যদি দেখা যায় উত্তর ২৪ পরগনার কোনও নথি পূর্ব মেদিনীপুরের সঙ্গে যোগ রয়েছে তাহলে সেটিকে পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে দেবেন জেলা নির্বাচনী আধিকারিক।

SIR এর নথি যাচাইয়ে সময় বেঁধে দিল কমিশন, দেওয়া হল ৫দিনের ডেডলাইন
নতুন নির্দেশ কমিশনেরImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 25, 2025 | 2:42 PM

কলকাতা: SIR-এ বিভিন্ন দফতরকে নথি যাচাইয়ের ডেডলাইন বাঁধল নির্বাচন কমিশন। ভোটারদের নথি BLO অ্যাপে আপলোড করবেন BLO-রা। সংশ্লিষ্ট দফতরে ভোটারের নথি পাঠাবেন DEO বা জেলা শাসক। নথি আপলোডের ৫দিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরকে নথি যাচাই করতে হবে। অন্য জেলার নথি হলে সেই জেলার DEO নথি যাচাই করবেন। অন্য রাজ্যের নথি হলে সেই রাজ্যের CEO-র কাছে নথি পাঠানো হবে। 

এদিকে নথি যাচাইয়ের ক্ষেত্রে কমিশনের ভূমিকা নিয়ে বারেবারে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। সুর চড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। কয়েকদিন আগেই সিইও দফতরে গিয়ে ৫ পয়েন্টের কথা বলে এসেছিল তৃণমূল কংগ্রেস। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে নথি যাচাইয়ের ক্ষেত্রে নাম বা বয়সজনিত ধরা পড়তেই নতুন করে সংশোধন ও যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিএলও-রা যে নছি নতুন করে আপলোড করবেন সেগুলিই আবার জেলা নির্বাচনী আধিকারিকরা সংশ্লিষ্ট দফতরে পাঠাবেন। তারপরই খুঁটিয়ে তা পরীক্ষার কাজ চলবে। যদি দেখা যায় উত্তর ২৪ পরগনার কোনও নথি পূর্ব মেদিনীপুরের সঙ্গে যোগ রয়েছে তাহলে সেটিকে পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে দেবেন জেলা নির্বাচনী আধিকারিক। যদি দেখা যায় অন্য কোনও রাজ্যের নথি আপলোড হয়েছে ফলে সেই রাজ্যের সিইও-র কাছে এই নথি পাঠিয়ে দেওয়া হবে। তবে এই পুরো প্রক্রিয়ার জন্য খুব বেশি সময় দিতে নারাজ নির্বাচন কমিশন। ৫ দিনের মধ্যেই শেষ করতে হবে এই নথি যাচাইয়ের কাজ। এখন দেখার এই ৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া কতটা সুষ্ঠভাবে শেষ হয়, নাকি আবার নতুন কোনও নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন।