Kolkata Metro: এসে গেল বড়কর্তার গ্রিন সিগন্যাল! কবে চালু হচ্ছে ধর্মতলা-শিয়ালদহ মেট্রো? বড় খবর দিল রেল

Kolkata Metro: ২০১৯ সাল থেকে মোট চারবার বিপর্যয় নেমে আসে বউবাজার এলাকায়। সাধারণ মানুষকে ঘরছাড়া হতে হয়। ক্ষোভ তৈরি হয় মেট্রোর বিরুদ্ধে। অবশেষে উন্নত মানের কারিগরী প্রযুক্তি এবং অত্যন্ত সাবধানতা অবলম্বনের মাধ্যমে বউবাজারের ভূ-গর্ভে মেট্রোর যাবতীয় কাজ শেষ করলেন ইঞ্জিনিয়াররা।

Kolkata Metro: এসে গেল বড়কর্তার গ্রিন সিগন্যাল! কবে চালু হচ্ছে ধর্মতলা-শিয়ালদহ মেট্রো? বড় খবর দিল রেল
ফাইল ফোটোImage Credit source: Kolkata metro

| Edited By: জয়দীপ দাস

Apr 29, 2025 | 9:00 PM

কলকাতা: শেষ পর্যন্ত অপেক্ষার অবসান! শিয়ালদহ থেকে বউবাজারের মধ্যে মেট্রো চালু করার ছাড়পত্র  দিলেন কমিশনার অব রেলওয়ে সেফটি। ফলে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু করতে আর কোনও বাধা রইল না। চূড়ান্ত ছাড়পত্র চলে এল কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে। সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা মেট্রো এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের কাছে চূড়ান্ত ছাড়পত্র চলে আসে।  

শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে দূরত্ব ২.৪ কিলোমিটার। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে প্রথমে সল্টলেক সেক্টর-ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯.৪ কিমি অংশে এবং পরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটারে যাত্রী পরিবহণ শুরু হয়। শুধু বাকি ছিল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার শুরু করার ব্যাপারে গ্রিন সিগন্যালে। 

মেট্রোর এই কাজের জন্য বউবাজারের ভূ-গর্ভে বারবার বিপর্যয় নেমে এসেছিল। তা নিয়ে চাপানউতোরও কম হয়নি। ধস নেমে সেই এলাকার বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। সূত্রের খবর, এখনও পর্যন্ত এত বছরে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের ৭০টি বাড়ি। প্রথমবার ধস নেমেছিল ২০১৯ সালের ৩১ অগস্ট। সেই আতঙ্ক ফিরে আসে ২০২২ সালের ১১ মে। ২০২২ সালের ১৪ অক্টোবর ফের ধস দেখা দেয় বউবাজারে। ২০২৪ সালের ২৪ মার্চ ফের মাটি ভেদ করে জল বেরিয়ে আসতে শুরু করে। বিপর্যয় দেখা দেয়। তাই শেষ পর্যন্ত কাজ শেষে কবে ছাড়পত্র হাতে আসবে তা নিয়ে চাপানউতোর চলছিলই। ২০১৯ সাল থেকে মোট চারবার বিপর্যয় নেমে আসে বউবাজার এলাকায়। সাধারণ মানুষকে ঘরছাড়া হতে হয়। ক্ষোভ তৈরি হয় মেট্রোর বিরুদ্ধে। অবশেষে উন্নত মানের কারিগরী প্রযুক্তি এবং অত্যন্ত সাবধানতা অবলম্বনের মাধ্যমে বউবাজারের ভূ-গর্ভে মেট্রোর যাবতীয় কাজ শেষ করলেন ইঞ্জিনিয়াররা।

গত রবিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো লাইন পরিদর্শন করেন। এরপর দু’টি মেট্রো রেক চালানো হয় ওই অংশে। একটি ঘন্টায় ৫০ কিলোমিটার গতি এবং অন্যটি, ঘন্টায় ৯০ কিলোমিটার গতিবেগে। সেক্ষেত্রে দুটি সফলভাবে রেক যাওয়ার পর পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। কলকাতা মেট্রো সূত্রে খবর, কয়েকটি জায়গায় সামান্য ত্রুটি রয়েছে। সেগুলি মেরামত করে দিলেই সম্পূর্ণ তৈরি শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো লাইন। মেট্রো কর্তার আশাবাদী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রেলমন্ত্রীর ছাড়পত্র চলে আসবে উদ্বোধনের ব্যাপারে।