Panchayat polls 2023: ক্ষতিগ্রস্ত ভোটকর্মীদের ক্ষতিপূরণ: কমিশন
Panchayat polls 2023: নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটের হার ৬৬.২৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ছিল ২২ শতাংশের আশেপাশে।
কলকাতা: দিনভর গুলি-বোমা-রক্তপাত। তেইশের পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) এই ছবিই দেখল বাংলা। অসমর্থিত সূত্রে খবর, এদিন রাজ্যে হিংসা-হানাহানিতে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়ে গিয়েছে। যদিও দুপুরে নির্বাচন কমিশন (Election Commission) বলেছিল তাঁদের কাছে ৭টি মৃত্যুর খবর এসেছে। যার মধ্যে ৩টি মৃত্যু রাজনৈতিক কারণে হয়েছে। যদিও রাতের পাওয়া আপডেটে জানা যাচ্ছে নির্বাচন কমিশন বলছে রাজ্যে হানাহানির ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও এখনও রাজ্যের বহু জায়গাতেই এখনও ভোট চলছে বলে জানা যাচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটের হার ৬৬.২৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ছিল ২২ শতাংশের আশেপাশে। তবে এখনও রাজ্যের বহু জায়গাতেই ভোট গ্রহণ চলছে। সে কারণেই ভোটের হার আরও বাড়তে পারে বলে মনে করছে কমিশন। কমিশন সূত্রে খবর, রবিবার সকাল ১১ টা থেকে স্ক্রুটিনি শুরু হবে। এদিকে ভোট নিয়ে ইতিমধ্যেই কমিশনের কাছে ভূরিভূরি অভিযোগ জমা পড়েছে বলে খবর। কয়েক হাজার অভিযোগ এসেছে। সমস্ত অভিযোগই খতিয়ে দেখছে কমিশন। অভিযোগ নিষ্পত্তি করার হার প্রায় ৮০ শতাংশ। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
তবে এখনই পুর্নির্বাচনের বিষয়ে কমিশনের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্ক্রুটিনির পরই সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে খবর। এদিকে প্রায় সাড়ে ৫ হাজার বুথে পুর্নির্বাচনের সুপারিশ করতে চলেছে বিএসএফ। একইসঙ্গে কমিশন ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। এখন দেখার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। আগামী ১১ জুলাই প্রকাশিত হতে চলেছে পঞ্চায়েত ভোটের ফল।