SIR in West Bengal: রাজ্য ১০০ শতাংশই এনুমারেশন ফর্ম বিলি! খসড়া তালিকা বের হলে কীভাবে দেখবেন নাম আছে কিনা?

SIR: এর আগে এক দফায় গোটা দেশে বেড়েছিল এসআইআরের সময়সীমা। খসড়া তালিকা প্রকাশের সময়সীমা ৯ ডিসেম্বর থেকে পিছিয়ে দেওয়া হয় ১৬ ডিসেম্বর। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ৭ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে দেওয়া হয় ১৪ ফেব্রুয়ারি। এবার আরও বেশ কিছু রাজ্যে বাড়ছে খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ।

SIR in West Bengal: রাজ্য ১০০ শতাংশই এনুমারেশন ফর্ম বিলি! খসড়া তালিকা বের হলে কীভাবে দেখবেন নাম আছে কিনা?
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন? কোন রাজ্য কত শতাংশ ডিজিটাইজেশনের কাজ শেষ হল? Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Dec 11, 2025 | 5:58 PM

কলকাতা: নির্বাচন কমিশন থেকে শেষ প্রাপ্ত তথ্য বলছে রাজ্যে ১০০ শতাংশই এনুমারেশন ফর্ম বিলি সম্পন্ন হয়ে গিয়েছে। তার মধ্যে ৯৯.৯৬ শতাংশ ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে রাজ্যে। ১৬ তারিখ সামনে আসবে খসড়া তালিকা। তাতে নাম আছে কিনা তা জানে যাবে অফলাইন ও অনলাইন দুই প্রক্রিয়াতেই। বিএলও-র কাছে যে ভোটার তালিকা থাকবে পাওয়া যাবে সেখানেও। পাশাপাশি প্রতিটা রাজনৈতিক দলকে CEO অফিস থেকে সফট কপি দেওয়া যাবে। এছাড়াও জেলা থেকে প্রিন্টেড কপি পাওয়া যাবে। 

অনলাইনেও পাওয়া যাবে ইলেক্টোরাল রোল। যেতে হবে DEO CEO ওয়েবসাইটে। সেখানেই সহজেই খুঁজে পাওয়া যাবে নাম। সূত্রের খবর, যাদের নাম বাদ যাচ্ছে তাদের নাম ১৬ ডিসেম্বরের পর রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেওয়া হবে। তখন থেকেই পাওয়া যাবে অনলাইনে। যাঁদের নাম থাকবে না তাঁদের অনলাইনেই ফর্ম ৬ পূরণ হবে। পাশাপাশি Annexure 4 পূরণ করতে হবে। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে বিএলও-র কাছে যেতে পারেন। তারপরই আসবে ডাক। তখনই হিয়ারিংয়ের জন্য এসডিও, ডিএম অফিস বা কোনও স্কুল-কলেজে যেতে হতে পারে। 

এর আগে এক দফায় গোটা দেশে বেড়েছিল এসআইআরের সময়সীমা। খসড়া তালিকা প্রকাশের সময়সীমা ৯ ডিসেম্বর থেকে পিছিয়ে দেওয়া হয় ১৬ ডিসেম্বর। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ৭ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে দেওয়া হয় ১৪ ফেব্রুয়ারি। এদিন ফের আরও একবার ৫ রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে খসড়া তালিকা প্রকাশের সময়সীমা। নির্বাচন কমিশন বলছে, তামিলনাড়ু ও গুজরাটে খসড়া তালিকা সামনে আসবে ১৯ তারিখ। মধ্য প্রদেশ, ছত্তিসগঢঢ় আর আন্দামান নিরোবপে খসড়া তালিকা সামনে আসবে ২৩ ডিসেম্বর। অন্যদিকে উত্তর প্রদেশে খসড়া তালিকা প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর।