Bangladeshi Militant: আপনার নাকের ডগাতেই এতদিন ঘাঁটি গেড়ে বসেছিল বাংলাদেশি জঙ্গিরা? দফায় দফায় মিটিংও করে ফেলল

Bangladeshi Militant: তদন্তে ওই যুবক জানিয়েছে, ধুলিয়নে তার মামার বাড়ির গ্রামে ওই দুই যুবককে নিয়ে গিয়েছিল। সামাজিক মাধ্যমে ওই দুই যুবকের সঙ্গে আলাপ বলে দাবি করেছেন তিনি। খেলাফত এবং ইসলাম চর্চা নিয়ে ওই দুই যুবকের সঙ্গে আলোচনা হয় বলে দাবি মালদহের যুবকের। উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য।

Bangladeshi Militant: আপনার নাকের ডগাতেই এতদিন ঘাঁটি গেড়ে বসেছিল বাংলাদেশি জঙ্গিরা? দফায় দফায় মিটিংও করে ফেলল
প্রতীকী ছবি Image Credit source: Meta AI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2024 | 2:48 PM

কলকাতা: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বীজ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও? গোয়েন্দাদের ‘গুপ্ত’ রিপোর্ট সামনে আসতেই তা নিয়ে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে প্রশাসনিক মহলে। কপালে চিন্তার ভাঁজ ক্রমশই চাওড়া হয়েছে গোয়েন্দাদের। রক্তবীজ ছড়িয়ে পড়েছে এ পার বাংলায় দু’টি জায়গায়। মূলত, মালদহ ও মুর্শিদাবাদের ধুলিয়ানে। নিষিদ্ধ সংগঠনের সেই ২ সদস্য হাত মেলায় আরেক নিষিদ্ধ সংগঠন সিমির সদস্যের সঙ্গে। তারপর? উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য়। 

সূত্রের খবর, নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের দুই সদস্য সাব্বির আমির ও রিদওয়ান মারুফ ঢুকেছিল এ পারে। এদিকে ‘কাজ’ মিটিয়ে ফের তাঁরা বাংলা ছাড়ে ৩০ মে। গোয়েন্দারা তাঁদের অনুসন্ধানে জানতে পেরেছেন বৈষ্ণবনগর এলাকায় যার বাড়িতে এসেছিল সেই যুবকের সঙ্গেও সিমি-র পুরোনো যোগ খুঁজে পেয়েছেন গোয়েন্দারা।

তদন্তে ওই যুবক জানিয়েছে, ধুলিয়নে তার মামার বাড়ির গ্রামে ওই দুই যুবককে নিয়ে গিয়েছিল। সামাজিক মাধ্যমে ওই দুই যুবকের সঙ্গে আলাপ বলে দাবি করেছেন তিনি। খেলাফত এবং ইসলাম চর্চা নিয়ে ওই দুই যুবকের সঙ্গে আলোচনা হয় বলে দাবি মালদহের যুবকের। মালদহ এবং ধুলিয়ানের একাধিক যুবকের কার্যকলাপ তখন থেকেই গোয়েন্দা নজরে। গোয়েন্দাদের দাবি, এই দুই যুবক ছাড়াও আরও কয়েকজন সম্প্রতি এই সমস্ত এলাকায় খেলাফত নিয়ে গ্রামে বৈঠক করেছে। রিদওয়ান এবং সাব্বিরের হিজবুত যোগ পাওয়ার পরেই গোয়েন্দাদের জোরালো সন্দেহ, এই এলাকাগুলোয় সংগঠন বিস্তারের চেষ্টা করছে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠন।