Udayan Guha: নিশীথের ডেরায় উদয়নের বিতর্কিত মন্তব্য, থানায় অভিযোগ ঠুকলেন কংগ্রেসের কৌস্তভ

Koustav Bagchi: উদয়ন হুঁশিয়ারি দিয়েছেন, ‘কারও গায়ে যদি একটু আঁচড় পড়ে, নিজে মন্ত্রী হয়ে বলছি, বাড়ি থেকে বের করে করে পেটানো হবে।’ মন্ত্রীর মুখে এমন কথায় তুমুল সমালোচনার ঝড় উঠেছে। বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। এবার মন্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

Udayan Guha: নিশীথের ডেরায় উদয়নের বিতর্কিত মন্তব্য, থানায় অভিযোগ ঠুকলেন কংগ্রেসের কৌস্তভ
মন্ত্রীর বিরুদ্ধে থানায় কৌস্তভImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 8:24 PM

কলকাতা: রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর এক মন্তব্য ঘিরে ব্যাপক চর্চা চলছে বাংলার রাজনীতিতে। সোমবার কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের এক মিছিলের নেতৃত্ব দেন উদয়ন। কিন্তু সেখানে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের একাংশের দেখা মেলেনি। সেই নিয়েই বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের বাতাবরণ তৈরির অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী। একইসঙ্গে এও হুঁশিয়ারি দিয়েছেন, ‘কারও গায়ে যদি একটু আঁচড় পড়ে, নিজে মন্ত্রী হয়ে বলছি, বাড়ি থেকে বের করে করে পেটানো হবে।’ মন্ত্রীর মুখে এমন কথায় তুমুল সমালোচনার ঝড় উঠেছে। বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। এবার মন্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে টিটাগঢ় থানায় ইমেল মারফত লিখিত অভিযোগ জানিয়েছেন। মন্ত্রীর এই ধরনের মন্তব্যের জন্য রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি হতে পারে বলে মনে করছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। কংগ্রেস নেতার বক্তব্য, “একজন মানুষের যদি সংবিধানের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকে, তিনি এই ধরনের কথা বলতে পারেন না। তৃণমূল সরকারের তিনি একজন মন্ত্রী, বিধানসভার একজন সদস্য। তাঁর মন্তব্যে, হিংসায় উসকানি দেওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত আছে। ওনার বক্তব্যের ফলে বিভিন্ন জায়গায় শাসক দলের পক্ষ থেকে অত্যাচার ও দমন-পীড়ন দেখতে পারি। সেই আশঙ্কা থেকে টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছি।”

সোমবার উদয়নের মিছিল ছিল নিশীথের ডেরায়। ভেটাগুড়িতে। উদয়নের আক্রমণের অভিমুখও ছিল বিজেপির দিকে। তবে মন্ত্রীর এই ধরনের মন্তব্য মোটেই ভালভাবে নিচ্ছেন না কৌস্তভ। এই ধরনের মন্তব্যের ফলে ব্যাপক হিংসার বাতাবরণ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কংগ্রেস নেতা।

এই খবরটিও পড়ুন

সাম্প্রতিক অতীতে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও অরাজনৈতিক মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল। আবার দুর্গাপুজোয় লেবুতলা পার্কে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে সহাস্য মুখে দেখা গিয়েছিল কৌস্তভকে।