Corona Update: কলকাতা, উত্তর ২৪ পরগনায় মৃত্যুর কমতি নেই, সংক্রমণ বাড়ল দার্জিলিং-এ

Corona Update: রাজ্যে করোনা সংক্রমণ গতকালের তুলনায় আবার কিছুটা বেড়েছে। তবে গত কয়েক মাসের নিরিখে সংক্রমণ কেছে অনেকটাই।

Corona Update: কলকাতা, উত্তর ২৪ পরগনায় মৃত্যুর কমতি নেই, সংক্রমণ বাড়ল দার্জিলিং-এ
প্রতীকী ছবি

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 14, 2021 | 10:50 PM

কলকাতা : দেশে বাড়ছে ওমিক্রন আতঙ্ক, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এ রাজ্যে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৫২ জন। এক দিনে মৃত্যু গয়েছে ১০ জনের। যদিও গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ, তবে নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে এ দিন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল জন। সোমবারও করোনার বলি হন ১০ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। সামগ্রিক ছবিটা স্বস্তি দিলেও রাজধানীতে এখনও রয়েছে আশঙ্কার মেঘ। আজ পডিটিভিটি রেট ১.৬৮ শতাংশ। দার্জিলিং-এ গতকাল ১১ জন আক্রান্ত হয়েছিলেন, আজ আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০।

কোন জেলায় কী পরিস্থিতি, একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। সোমবার-০, মঙ্গলবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৯ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৫ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-৩।

আরও পড়ুন: Mamata Banerjee on Grihalakshmi: ৫০০ বনাম ৫০০০ বিতর্কে জল ঢালতেই কি মমতার ঘোষণা ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ আরও এক কোটি?