Covid-19 Bulletin : পরপর দু’দিন পাঁচশোর নিচে করোনা আক্রান্তের সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 15, 2022 | 7:45 PM

Covid-19 cases in West Bengal:গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ৩০ হাজার ৬৪৪ টি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।

Covid-19 Bulletin : পরপর দুদিন পাঁচশোর নিচে করোনা আক্রান্তের সংখ্যা
প্রতীকী ছবি (সৌজন্যে :PTI)

Follow Us

কলকাতা :  গতকালের তুলনায় কিছুটা বেড়েছে রাজ্যের দৈনিক করোনা (Covid-19 Cases in West Bengal)সংক্রমণ। তবে পাঁচশোর নিচেই রয়েছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (Covid-19 Bulletin) অনুযায়ী বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। তবে রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। সোমবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রাজ্য়ে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ৩০ হাজার ৬৪৪ টি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য়ের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -১।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার -৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার -১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

মালদহ– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার -২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার -১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার -১।

হাওড়া– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -১।

হুগলি– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার -১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৮ জন। মৃত্যু: সোমবার-৯, মঙ্গলবার -৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার -০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৯ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার -৪।

আরও পড়ুন : Municipal Elections: হাল ছাড়তে নারাজ! যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের তালিকা তৈরি করছেন শুভেন্দু

Next Article