Kolkata Crime News: মদ খেয়ে গালিগালাজ, প্রতিবাদ করাতে পাটুলিতে দম্পতিকে খুনের হুমকির অভিযোগ

Kolkata Crime News: পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে কয়েকজন যুবক পাটুলি-বৈষ্ণবঘাটা টাউন্সিপ এলাকায় দম্পতির বাড়ির কাছেই মদ্যপান, গালিগালাজ ও চিৎকার চেঁচামেচি করছিল। তারই প্রতিবাদ করতে গিয়ে মত্ত যুবকদের আক্রমণের মুখে পড়েন পাটুলির দম্পতি।

Kolkata Crime News: মদ খেয়ে গালিগালাজ, প্রতিবাদ করাতে পাটুলিতে দম্পতিকে খুনের হুমকির অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 10:35 PM

কলকাতা: অভিযোগ, বাড়ির পাশেই মদ খাচ্ছিল কয়েকজন যুবক। চিৎকার চেঁচামেচির পাশাপাশি মত্ত অবস্থায় গালিগালাজও করছিল। কিন্তু, তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত দম্পতি। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে জানা যাচ্ছে এমনকী তাঁদের খুনেরও হুমকিও (Threatened to Murder) দেওয়া হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পাটুলিতে (Patuli)। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে কয়েকজন যুবক পাটুলি-বৈষ্ণবঘাটা টাউন্সিপ এলাকায় দম্পতির বাড়ির কাছেই মদ্যপান, গালিগালাজ ও চিৎকার চেঁচামেচি করছিল। তারই প্রতিবাদ করতে যান এলাকার এক দম্পতি। অভিযোগ, তখনই তাঁদের উপর চড়াও হয় যুবকের দল। তবে ওই দলে মোট কতজন যুবক ছিল সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে বলে খবর। খোঁজ মিলেছে তিনজনের। 

এদিকে এ ঘটনার পরেই তিন যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত দম্পতি। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে বিজয় ঘরামি, শঙ্কর ও দেবর্ষি নামে তিন যুবককে ইতিমধ্যই গ্রেফতারও করেছে পাটুলি থানার পুলিশ। চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। 

ঘটনা প্রসঙ্গে আক্রান্ত যুবক বলেন, “আপনার বাড়ির সামনে যদি কেউ মদের বোতল ভাঙচুর করে, আপনার বউকে যদি কেউ অশ্রাব্য ভাষায় গালাগালি দেয়, আপনি যদিও বেরিয়ে এসে তাঁর প্রতিবাদ করেন, তাহলে আপনাকে মারা হয়। আমাদেরও মারা হয়েছে। মোট কতজন ছিল আমি দেখিনি। আমি তিনজনকে দেখতে পেয়েছি।” আক্রান্ত যুবকের স্ত্রী বলেন, “আমাকে খুব বাজেভাবে গালাগালি দেওয়া হচ্ছিল। আমার স্বামীকেও দেওয়া হচ্ছিল। আমাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। তবে এর আগে এ ধরনের ঘটনা এখানে ঘটেনি। এই প্রথমবার ঘটল।”