Regent Park Murder: রিজেন্ট পার্কে প্রৌঢ় খুনে অভিযুক্তের ১০ দিনের পুলিশি হেফাজত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 20, 2022 | 5:39 PM

Regent Park Murder: জানা যায়, জোকা এলাকায় শেষবার সুজিতের মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই দক্ষিণ ২৪ পরগনায় অভিযান চালায় পুলিশ। আর তাতেই শনিবার পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত সুজিত মল্লিক। রবিবার তাকে আদালতে পেশ করা হলে সুজিতকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Regent Park Murder: রিজেন্ট পার্কে প্রৌঢ় খুনে অভিযুক্তের ১০ দিনের পুলিশি হেফাজত
রিজেন্ট পার্কে প্রৌঢ় খুনে অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেফাজত

Follow Us

কলকাতা : রিজেন্ট পার্কে গুলি (Firing in Regent Park) কাণ্ডে অভিযুক্ত সুজিত মল্লিককে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। অভিযুক্ত সুজিত মল্লিকের স্ত্রীকে দোলের দিন রঙ মাখাতে গিয়েছিলেন মৃত প্রৌঢ়। আর তার জেরেই দোলের কলকাতায় ভরদুপুরে গুলি করা হয় দিলীপ চৌহান নামে ওই বছর পঞ্চাশের প্রৌঢ়কে। ঘটনাটি ঘটেছিল শুক্রবার। রিজেন্ট পার্ক থানা এলাকার নতুনপল্লির হরিতকিতলায় বাড়িতে বসেই মধ্যাহ্নভোজ করছিলেন দিলীপ চৌহানও। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, সেই সময় মদ্যপানের ব্যবস্থাও ছিল। সেই সময়ই দিলীপ চৌহানকে গুলি করে হয় বলে অভিযোগ। অভিযুক্ত সুজিত মল্লিককে শনিবারই গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত দিলীপ চৌহান এবং ধৃত সুজিত মল্লিক বন্ধুস্থানীয়। কোনওদিন কোনও অশান্তিও ছিল না তাদের মধ্যে। কিন্তু দোলের দিন সকালে সুজিত মল্লিকের স্ত্রীকে রঙ মাখাতে গিয়েই হয় বিপত্তি। সেই সময় অবশ্য ঘটনাকে কেন্দ্র করে কোনও বাড়াবাড়ি হয়নি। দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়াও চলছিল। অভিযোগ, সেই সময়ই বেরিয়ে যায় সুজিত মল্লিক। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরে ঢুকে গুলি করে দিলীপ চৌহানকে। তারপর সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত সুজিত।

এদিকে অভিযুক্ত সুজিত মল্লিকের খোঁজে শুক্রবার থেকেই মাঠে নেমে পড়েন লালবাজারের গোয়েন্দারা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশি তৎপরতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে যায় অভিযুক্ত সুজিত। সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্তের মোবাইল নেটওয়ার্ক ধরে তার খোঁজ শুরু করেছিল পুলিশ। জানা যায়, জোকা এলাকায় শেষবার সুজিতের মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই দক্ষিণ ২৪ পরগনায় অভিযান চালায় পুলিশ। আর তাতেই শনিবার পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত সুজিত মল্লিক। রবিবার তাকে আদালতে পেশ করা হলে সুজিতকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : BJP Protest in Kolkata: সময় ২ দিন! সাংসদের উপর ‘হামলা’য় চরমসীমা বেধে দিল বিজেপি শ্রমিক সংগঠন

Next Article