Partha Chatterjee: ‘সোজা হয়ে হাঁটতে পারেন না পার্থ’, আইনজীবী যুক্তি সাজালেও জামিন অধরা প্রাক্তন মন্ত্রীর

Partha Chatterjee: আদালতে পার্থর আইনজীবী জানান, উনি সোজা হয়ে হাঁটতে পারেন না। উনি জামিন পেলে তদন্তে সমস্যা কোথায় হবে?' সেই কথা বলে পার্থর স্বাস্থ্যের কথা উল্লেখ করে জামিনের জন্য সওয়াল করেন নিয়োগ দুর্নীতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী।

Partha Chatterjee: 'সোজা হয়ে হাঁটতে পারেন না পার্থ', আইনজীবী যুক্তি সাজালেও জামিন অধরা প্রাক্তন মন্ত্রীর
পার্থ চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 6:05 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি ছিল শুক্রবার। সিবিআই বিশেষ আদালতে তাঁকে পেশ করা হয়েছিল। তখন বিচারকের কাছে জামিনের আর্জি জানানোর সময় আবারও পার্থর শারীরিক অবস্থার কথা তুলে ধরেন তাঁর আইনজীবী। আদালতে পার্থর আইনজীবী জানান, উনি সোজা হয়ে হাঁটতে পারেন না। উনি জামিন পেলে তদন্তে সমস্যা কোথায় হবে?’ সেই কথা বলে পার্থর স্বাস্থ্যের কথা উল্লেখ করে জামিনের জন্য সওয়াল করেন নিয়োগ দুর্নীতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী।

পার্থর আইনজীবী আদালতে বাগ কমিটির রিপোর্টের কথাও তুলে ধরেন। জানান, বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতে এফআইআর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অথচ, সেই রিপোর্টে কোথাও তাঁর মক্কেল পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেই। তখন পাল্টা জামিনের বিরুদ্ধে সওয়াল করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবীও। এর আগেও যে বার বার কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, কখনও বয়সজনিত কারণ দেখিয়ে, কখনও দীর্ঘদিন ধরে হেফাজতে থাকা নিয়ে আবার কখনও বিচার শুরু না হওয়ার কথা বলে জামিনের আর্জি করা হয়েছে, সে কথাও এদিন উল্লেখ করেন সিবিআই আইনজীবী। আদালতে তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, ‘এটা সেই মামলা যেখানে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে।’

তখন বিচারক সিবিআই আইনজীবীকে প্রশ্ন করেন, ‘আপনারা ইকুয়ালিটির কথা বলছেন। তাহলে সিবিআই কি যাঁরা অযোগ্য, তাঁদের সবাইকে চিহ্নিত করতে পেরেছে?’ চার্জশিটে মাত্র কয়েকজনের নাম এসেছে, কিন্তু বাকিরা কোথায়? সে কথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর কাছে জানতে চান বিচারক। কেন্দ্রীয় সংস্থার তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলে বিচারক বলেন, ‘এক-দো’কো লেকে আইয়ে, দো-চারদিন রহেনে দিজিয়ে…।’ দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর অবশ্য পার্থর জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক।