Corona Update: রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ, তবে আজও কম কোভিড পরীক্ষার হার
Coronavirus cases in West Bengal: একদিনের সংক্রমণে আজও শীর্ষে কলকাতা। ১৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যুর নিরিখেও শীর্ষে মহানগর। ১৪ জনের মধ্যে ৪ জনই কলকাতার।
কলকাতা: আজও রাজ্যে কোভিডের (Covid-19) দৈনিক নমুনা পরীক্ষা তুলনামূলকভাবে অনেকটাই কম। শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ২৮১ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী পজিটিভিটি রেট ২.২১ শতাংশ।
গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭০ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়েছেন ৭৬৪ জন। শতাংশের নিরিখে সুস্থতার হার ৯৮.২৯। একদিনের সংক্রমণে আজও শীর্ষে কলকাতা। ১৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যুর নিরিখেও শীর্ষে মহানগর। ১৪ জনের মধ্যে ৪ জনই কলকাতার। উত্তর ২৪ পরগনায় ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে দুই জন এবং তিন জন মারা গিয়েছেন।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-২।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৩ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-২।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-৩।
কলকাতা– গতকাল আক্রান্ত ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৬ জন। মৃত্যু: শুক্রবার-৪, শনিবার-৪।