রাজ্যে কমেছে সংক্রমণ, কলকাতায় টানা তিনদিন সেঞ্চুরি কোভিডের

আজই করোনা সংক্রান্ত নির্দেশিকা তথা বিধি-নিষেধের মেয়াদ বাড়ি্যে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে এ রাজ্যে। লোকাল ট্রেন চালুর কথাও বলা হয়নি এখনও।

রাজ্যে কমেছে সংক্রমণ, কলকাতায় টানা তিনদিন সেঞ্চুরি কোভিডের
ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2021 | 10:37 PM

কলকাতা: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা কথা বলছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর দফতরে এই সংক্রান্ত একটি রিপোর্টও জমা পড়েছে। তবে, এ রাজ্যে সার্বিকভাবে করোনা সংক্রমণের ছবি কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান বলছে, আরও একটু কমেছে সংক্রমণ। একদিনে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। গতকালের রিপোর্টে দেখা গিয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা ৭০৮। সেই তুলনায় অনেকটাই নেমেছে গ্রাফ। তবে, উদ্বেগ বাড়ছে কলকাতাকে কেন্দ্র করে।

গোটা রাজ্যে যখন সংক্রমণের সংখ্যা ৬৬১, তখন শুধুমাত্র কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। আজই শুধু নয়, গত তিনদিন ধরেই ১০০-র ওপরে থাকছে কলকাতায় আক্রান্তের সংখ্যা। বিধি নিষেধে ছাড় দেওয়াতেই কি সংক্রমণ বাড়ছে? উঠছে সেই প্রশ্নও। শুক্রবার কলকাতায় দৈনিক আক্রান্তের সখ্যা ছিল ১১২ ও বৃহস্পতিবার ছিল ১১৮।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু:০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় ১৪ সুস্থ জন। মৃত্যু: ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬। মৃত্যু: ০ ।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: ০।

মালদহ– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: ১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: ০

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। মৃত্যু: ০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: ০।

উত্তর ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৪ জন। মৃত্যু: ৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: ০।

কলকাতা– গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮ জন। মৃত্যু: ৩।