জাতীয় স্তরে মমতার হাত ধরতে রাজি সিপিআইও!

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 28, 2021 | 6:57 PM

CPI: বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়।

জাতীয় স্তরে মমতার হাত ধরতে রাজি সিপিআইও!
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের পর এ বার সিপিআই। সর্বভারতীয় স্তরে বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে জোট করতে কোনও সমস্যা নেই বামেদের অন্যতম শরিক দলের। বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফরোয়ার্ড ব্লকের মতো একুশের ভোটে সংযুক্ত মোর্চার ভরাডুবি নিয়ে তিনিও কার্যত সিপিএমকেই দায়ী করেন।

বুধবার সাংবাদিক বৈঠক করে সিপিআই-এর রাজ্য সম্পাদক বলেন, বিজেপির মতো শক্তিকে সরানোর স্বার্থে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে সঙ্গে নিয়ে ফ্রন্ট গড়তে কোনও আপত্তি নেই সিপিআই-এর। সিপিআই নেতার স্পষ্ট মন্তব্য, “আমরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছি। মানুষের মন বুঝতে না পারার কারণেই এই ভরাডুবি হয়েছে। ভোটাররা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। একপক্ষ তৃণমূলকে ভোট দিয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের জন্য বিজেপিতে ভোট পড়েছে। যে কারণে এই প্রথমবার বাংলার ইতিহাসে মানুষ বামশূন্য বিধানসভা গড়ার রায় দিয়েছে।”

এ রাজ্যের রাজনৈতিক সমীকরণ যেমনই হোক না কেন, জাতীয় স্তরে বিজেপিকে ঠেকাতে তৃণমূলের হাত ধরতে রাজি বলে জানানো হয়েছে সিপিআই-এর পক্ষ থেকে। তাৎপর্যপূর্ণভাবে, বুধবার দিল্লিতে মমতার আওয়াজ তুলেছেন বামেদের অবস্থান স্পষ্ট করার দাবিতে। এ রাজ্যে বামেরা এ বার কী ভূমিকা নেবে, সেটা পরিষ্কার করে বুঝে নিতে চান তিনি। তারপরই বৃহত্তর বিজেপি বিরোধী জোটে তাদের কী অবস্থান হবে সেই নিয়ে চিন্তাভাবনা করবেন বলে জানান তৃণমূল নেত্রী। আরও পডুন: ‘ঘণ্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে’, সংযুক্ত মোর্চা ছাড়ার হুঁশিয়ারি আইএসএফ-র

Next Article