AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: কলকাতায় লাল নিশানের চাঁদের হাট, কেন্দ্রীয় কমিটির বৈঠকে ইয়েচুরি-কারাতরা

CPIM in Kolkata: কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাত, মহম্মদ সেলিম, সূর্য মিশ্র, বৃন্দা কারাত, এমএ বেবি, নীলোৎপল বসু সহ অন্যান্যরা।

CPIM: কলকাতায় লাল নিশানের চাঁদের হাট, কেন্দ্রীয় কমিটির বৈঠকে ইয়েচুরি-কারাতরা
সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক
| Edited By: | Updated on: Jan 28, 2023 | 7:35 PM
Share

কলকাতা: কলকাতায় শুরু হল সিপিএম-এর (CPIM) কেন্দ্রীয় কমিটির বৈঠক। তিনদিন ধরে চলবে বৈঠক। শনিবার সকালে সিপিএম কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে বৈঠক শুরু হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে আগামী সোমবার পর্যন্ত। সিপিএম পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই তিনদিনের এই বৈঠকের জন্য গতকালই কলকাতায় চলে এসেছেন। কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাত, মহম্মদ সেলিম, সূর্য মিশ্র, বৃন্দা কারাত, এমএ বেবি, নীলোৎপল বসু সহ অন্যান্যরা। বৈঠকে সভাপতিত্ব করছেন পার্টির পলিটব্যুরোর সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

কেরলের মুখ্যমন্ত্রী তথা পার্টির পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন আসন্ন বাজেট অধিবেশনের কাজে ব্যস্ত থাকার কারণে এবারের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি। কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য বিমান বসু, হান্নান মোল্লা ও এস রামচন্দ্রন পিল্লাইও উপস্থিত রয়েছেন বৈঠকে। কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে আগামী ৩০জানুয়ারি কলকাতায় ধর্মতলায় সিপিএম-এর কলকাতা জেলা কমিটির ডাকে একটি জনসভাও আয়োজিত হবে। সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করে বামপন্থী বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানানো হবে সমাবেশ থেকে। পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম ভাষণ দেবেন ওই সমাবেশে। সভাপতিত্ব করবেন পার্টির কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার।

সিপিআই(এম)’র প্রতিষ্ঠার সময় নয়জন পলিট ব্যুরোর সদস্য ‘নবরত্ন’র নামাঙ্কিত নয়টি ব্রিগেড মিছিল করে সমাবেশে আসবে। ভিক্টোরিয়া হাউস থেকে আসবে কমরেড বিটি রণদিভে ব্রিগেড, কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় পৌরভবন থেকে কমরেড ইএমএস নাম্বুদিরিপাদ ব্রিগেড, সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কমরেড একে গোপালন ব্রিগেড, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কমরেড জ্যোতি বসু ব্রিগেড, রামলীলা পার্ক থেকে কমরেড পি রায়মূর্তি ব্রিগেড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে কমরেড হরকিষণ সিং সুরজিৎ ব্রিগেড, গান্ধী মূর্তি (মেয়ো রোড) থেকে কমরেড পি সুন্দরাইয়া ব্রিগেড, নোনাপুকুর ট্রাম ডিপো থেকে কমরেড এম বাসবপুন্নাইয়া ব্রিগেড এবং ডেন্টাল কলেজ থেকে কমরেড প্রমোদ দাশগুপ্ত ব্রিগেড।