CPIM in North Bengal: বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিশেষ নজর CPIM-র, কোন ছক কষছেন মীনাক্ষীরা?
CPIM in North Bengal: সম্প্রতি, সিপিআইএমের রাজ্য সম্মেলনের প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছিল উত্তরবঙ্গের অবস্থার কথা। প্রতিনিধিদের কারও কারও বক্তব্য ছিল, উত্তরবঙ্গের দিকে দলীয় নেতৃত্বের একবারে নজর নেই। বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গ।

কলকাতা: উত্তরবঙ্গে দলের হাল ক্রমশ তলানিতে ঠেকেছে। রাজ্য সম্মেলনেও সে কথা উঠে এসেছে। আর এবার সেই উত্তরবঙ্গের সচিবালয় উত্তর কন্যা অভিযান করছে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। আগামী ২৮ মার্চ বেকারি বিরোধী দিবসে এই কর্মসূচি করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা।
সম্প্রতি, সিপিআইএমের রাজ্য সম্মেলনের প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছিল উত্তরবঙ্গের অবস্থার কথা। প্রতিনিধিদের কারও কারও বক্তব্য ছিল, উত্তরবঙ্গের দিকে দলীয় নেতৃত্বের একবারে নজর নেই। বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গ। তার ফলে দলীয় সংগঠন ক্রমেই দুর্বল হয়েছে। এমনকি, এই অভিযোগও সম্মেলন মঞ্চে প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছিল যে বিভিন্ন ক্ষেত্রে পার্টির ভূমিকা না থাকায় উত্তরবঙ্গের গোটা রাজনৈতিক ময়দানে দখল করেছে তৃণমূল আর বিজেপি। এহেন আবহেই এবার উত্তরকন্যা অভিযান মীনাক্ষীর নেতৃত্বে।
সিপিআইএমের অন্দরে রাজনীতির সমীকরণে মীনাক্ষীর দলের অন্যতম মুখে হওয়ার পথে অনেকটা এগিয়েছেন। সে কথা মাথায় রেখেই কি উত্তরবঙ্গের কর্মসূচিতে যুব নেত্রীকে সামনে রাখা হল? চর্চা চলছে। যদিও সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, বেকারি দিবসের কর্মসূচি যুবরা করেন। আর সেই সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী। ফলে রাজ্য সম্মেলন কিংবা মুখ এসব নিয়ে চর্চা করা অহেতুক জল্পনার মাত্রাকে বাড়ানো ছাড়া আর কিছু নয়।





