CPIM: কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী থেকে এবার পোড়খাওয়া নেত্রীকেই ছেঁটে ফেলল CPIM

CPIM: রবিবার কলকাতা জেলা সিপিআইএমের সম্পাদকমণ্ডলী গঠন হয়। জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর উপস্থিতিতেই নতুন জেলা সম্পাদকমণ্ডলী তৈরি হয়।

CPIM: কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী থেকে এবার পোড়খাওয়া নেত্রীকেই ছেঁটে ফেলল CPIM
রূপা বাগচী (ফাইল ফোটো)

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 08, 2025 | 11:22 PM

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের পোড়খাওয়া নেত্রীকেই কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী থেকে ছেঁটে ফেলল সিপিএম। দলের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়লেন রূপা বাগচী। তাঁর পরিবর্তে এলেন বেহালা পূর্ব এলাকার শমিতা হর চৌধুরী। রূপাকে জেলা সম্পাদকমণ্ডলী থেকে বাদ দেওয়া নিয়ে সিপিএমের অন্দরেই চাপানউতোর তৈরি হয়েছে।

রবিবার কলকাতা জেলা সিপিআইএমের সম্পাদকমণ্ডলী গঠন হয়। জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর উপস্থিতিতেই নতুন জেলা সম্পাদকমণ্ডলী তৈরি হয়। আর সেই বৈঠকেই রূপাকে সম্পাদকমণ্ডলীকে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীতে এলেন শমিতা হর চৌধুরী

তবে রূপা এখনও সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য। সূত্রের খবর, রূপাকে জেলা সম্পাদকমণ্ডলী থেকে বাদ দেওয়া নিয়ে দলের অন্দরেই দ্বিমত তৈরি হয়েছিল। এমনকি, রূপাকেও এই নিয়ে কোনওরকম কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, রূপাকে জেলা সম্পাদকমণ্ডলী থেকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন না স্বয়ং সিপিএমের রাজ্য সম্পাদক। তারপরও তাঁকে বাদ পড়তে হল। রাজ্য কমিটির সদস্যকে জেলা সম্পাদকমণ্ডলী থেকে ছেঁটে ফেলা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

বছর ঊনষাটের রূপা বাগচী দীর্ঘদিন কলকাতা পৌরনিগমের কাউন্সিলর ছিলেন। সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন পৌরনিগমের বিরোধী দলনেত্রী ছিলেন তিনি। ২০০৬ সালে বিধায়কও হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে হেরে যান।