CPIM: বাম প্রার্থী তালিকায় দীপ্সিতা, সৃজন? মীনাক্ষীকে দেওয়া হতে পারে বড় দায়িত্ব

Loksabha 2024: সূত্রের খবর, ইতিমধ্যেই বামেদের সঙ্গে জোট নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। অন্যদিকে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটের ছাড়পত্র দিয়েছে পলিটব্যুরো। তবে আনুষ্ঠানিকভাবে কারও তরফেই কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।

CPIM: বাম প্রার্থী তালিকায় দীপ্সিতা, সৃজন? মীনাক্ষীকে দেওয়া হতে পারে বড় দায়িত্ব
সৃজন, দীপ্সিতারা প্রার্থী তালিকায় থাকতে পারেন বলে জল্পনা।Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Mar 12, 2024 | 1:27 PM

কলকাতা: তৃণমূল এ রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপি করেছে ২০টি আসনে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বামেদের। এবারের তালিকায় থাকতে পারে বড় চমকও। আলিমুদ্দিনে কান পাতলে শোনা যাচ্ছে, দুই ছাত্র মুখ সৃজন ভট্টাচার্য ও দীপ্সিতা ধরকে প্রার্থী করতে পারে বাম শরিক সিপিএম। অন্যদিকে গোটা রাজ্যের নির্বাচনী প্রচারে মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাখতে চায় আলিমুদ্দিন।

এমনও সূত্র মারফত খবর, যাদবপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সৃজনকে। দীপ্সিতা পেতে পারেন হুগলি কিংবা হাওড়ায় প্রার্থী করা হতে পারে। আবার এমনও হতে পারে কোনও মহিলা সংরক্ষিত আসনে মুখ করা হতে পারে দীপ্সিতাকে। এর আগে পুরভোট হোক বা বিধানসভা ভোট, সিপিএমের ‘ইয়ং ব্রিগেড’কে মাঠে নামানো হয়েছিল। ভোটে লড়েছিল তরুণ মুখ। লোকসভা ভোটেও সে পথেই হাঁটার পরিকল্পনা বলে খবর। তবে মীনাক্ষী প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। সূত্রের খবর, সারা রাজ্যে প্রচারের মুখ হিসাবে মীনাক্ষীকে চান আলিমুদ্দিনের একটা বড় অংশ।

যদিও এ বিষয়ে দীপ্সিতা বলেন, “এরকম কোনও কথা পার্টির পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। পার্টি যে কাজ দেবে সেই কাজটাই করব। এর আগেও আমরা তাই করেছি। এখনও পর্যন্ত সেই রকম কোনও খবর আমাদের কাছে নেই। তবে আমাদের আলাদা করে প্রার্থী হওয়া এবং না হওয়া বিশেষ কোনও পার্থক্য হবে না। আমরা সবসময় দলের কাজ, মানুষের কাজ করে যাব।”

সূত্রের খবর, ইতিমধ্যেই বামেদের সঙ্গে জোট নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। অন্যদিকে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটের ছাড়পত্র দিয়েছে পলিটব্যুরো। তবে আনুষ্ঠানিকভাবে কারও তরফেই কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।