CPIM: সিপিএমে বড় রদবদল, সম্পাদকমণ্ডলীতে এলেন মীনাক্ষী

CPIM: বয়সের কারণে বাদ পড়লেন দুই নেতা। সেই জায়গাল এল দুই নতুন মুখ। রাজ্য সম্পাদকমণ্ডলীর ১৫ জন সদস্যের নাম প্রকাশ করল সিপিএম।

CPIM: সিপিএমে বড় রদবদল, সম্পাদকমণ্ডলীতে এলেন মীনাক্ষী
মীনাক্ষী মুখোপাধ্যায়Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 21, 2025 | 7:41 PM

কলকাতা: সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এর আগে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি, এবার এলেন রাজ্য সম্পাদক মণ্ডলীতেও। নতুন সদস্য হলেন সৈয়দ হোসেনও। পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ।

সোমবার সিপিএমের ‘পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে মুজফ্‌ফর আহমেদ ভবনে। বৈঠকে সভাপতিত্ব করেন রামচন্দ্র ডোম। এদিনের বৈঠক থেকেই দলের নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে। ১৫ জন সদস্য আছেন সেই কমিটিতে।

রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়েছেন জীবেশ সরকার, অমিয় পাত্র। আগেই রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন এই দুই প্রবীণ নেতা। জানা গিয়েছে, বয়সের কারণেই বাদ দেওয়া হয়েছিল তাঁদের। সেই জায়গায় দুই বর্ধমান থেকে দুই নেতা নেত্রীকে যুক্ত করা হয়েছে তালিকায়।

নবগঠিত রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন-

১. মহম্মদ সেলিম।

২. রামচন্দ্র ডোম।

৩. শ্রীদীপ ভট্টাচার্য।

৪. সুজন চক্রবর্তী।

৫. আভাস রায়চৌধুরী।

৬. শমীক লাহিড়ী।

৭. সুমিত দে।

৮. দেবলীনা হেমব্রম।

৯. দেবব্রত ঘোষ।

১০. অনাদি সাহু।

১১. কল্লোল মজুমদার।

১২. পলাশ দাশ।

১৩. জিয়াউল আলম।

১৪. মীনাক্ষী মুখোপাধ্যায়।

১৫. সৈয়দ হোসেন।

কেন্দ্রীয় কমিটির তালিকায় যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বোস, সমন পাঠক, দেবব্রত ঘোষ ও সৈয়দ হোসেন।