Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায় নির্বাচনে বামেদের জয়জয়কার, একটি আসনও পেল না তৃণমূল

Calcutta University: নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে এদিন জটিলতা তৈরি হয়। এর ফলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল।

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায় নির্বাচনে বামেদের জয়জয়কার, একটি আসনও পেল না তৃণমূল
কলকাতা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 12:23 AM

কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সমবায় নির্বাচনে একটি আসনেও জিততে পারল না তৃণমূল। ১১ টি আসনের মধ্যে ১০ টি আসনেই জয়ী হলেন বাম (CPIM) সমর্থিত প্রার্থীরা। অপর একটি আসনে জয়ী হয়েছেন এসইউসিআই সমর্থিত প্রার্থী। ফলে এবার সমবায় বোর্ড গঠন করতে চলেছে বামেরা। এর আগে এই সমবায়ের বোর্ড ছিল কংগ্রেসের হাতে। এর আগে ২০১৭ সালে নির্বাচন হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশ হওয়ায় বাম সমর্থিত প্রার্থীদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাসের ছবি দেখা যায়। তবে ফল প্রকাশের পর সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল। যদিও জটিলতা কাটিয়ে পরে সার্টিফিকেট পেয়েছেন প্রার্থীরা।

এদিন সন্ধ্যায় ফল প্রকাশের পর অভিযোগ ওঠে, জয়ী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সার্টিফিকেট দিতে টালবাহানা করা হচ্ছে। সার্টিফিকেটের দাবি এবং অবিলম্বে ফল ঘোষণার দাবিতে কর্তৃপক্ষকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভও চলে বেশ কিছুক্ষণ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অবশ্য নিয়মমাফিক শংসাপত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরে সম্প্রতি কৃষি সমবায় সমিতির নির্বাচনে উড়েছে লাল আবীর। ভগবানপুরে ছিল সেই নির্বাচন। একুশের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জিতেছিল বিজেপি। অন্যান্য সমবায়ে তৃণমূলের ফলও ভাল হয়েছে। তবে কলাবেড়িয়া কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়জয়কার হয় বাম সমর্থিত প্রার্থীদের।

পঞ্চায়েত ভোটের আগে এই সব নির্বাচন স্বাভাবিকভাবেই বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বামেদের। একুশের নির্বাচনে যে বামেরা শূন্যে গিয়ে ঠেকেছিল, এভাবেই তাদের ঘুরে দাঁড়ানোর সূত্রপাত হচ্ছে বলে মনে করছে বাম শিবির।