Tanmoy Bhattacharya News: ‘৪০ কেজি ওজনের ভদ্রমহিলার উপর ৮৩ কেজি ওজনের পুরুষ বসলে তিনি ফিট থাকেন?’

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 28, 2024 | 9:22 PM

Tanmoy Bhattacharya: তন্ময়ের প্রশ্ন, "এই ভদ্রমহিলার সঙ্গে ক্যামেরাম্যান ছিল। ক্যামেরা অন ছিল না কেন? এই ঘটনার সময় ক্যামেরা অন হল না কেন? একটা তো বোতাম টিপতে হয়! অথবা ক্যামেরাম্যান আমায় ধাক্কা মারলেন না কেন? দরজা-জানালা খোলা ছিল।

Tanmoy Bhattacharya News: ৪০ কেজি ওজনের ভদ্রমহিলার উপর ৮৩ কেজি ওজনের পুরুষ বসলে তিনি ফিট থাকেন?
তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। বরাহনগর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। তবে আজ সাংবাদিক সম্মেলনে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়েছেন বামনেতা। পরিষ্কার বললেন, “যা ঘটেইনি তা নিয়ে কী বলব।” শুধু তাই নয়, তুলে দিলেন একাধিক প্রশ্ন।

তন্ময়ের প্রশ্ন, “এই ভদ্রমহিলার সঙ্গে ক্যামেরাম্যান ছিল। ক্যামেরা অন ছিল না কেন? এই ঘটনার সময় ক্যামেরা অন হল না কেন? একটা তো বোতাম টিপতে হয়! অথবা ক্যামেরাম্যান আমায় ধাক্কা মারলেন না কেন? দরজা-জানালা খোলা ছিল। মেয়েটিই বা চিৎকার করল না কেন? ট্রমাটাইজ অবস্থায় থানায় গেলেন না? রাতে অভিযোগ করলেন কেন?”

এখানেই শেষ নয়, এ দিন সিপিএম নেতা আগত সাংবাদিকদের প্রথমে প্রশ্ন করেন,”ওঁকে আপনারা দেখেছেন তো? ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। এবার ভাবুন ৮৩ কেজির ওজনের মানুষ একজন ৪০ কেজি ভদ্র মহিলার উপর বসে পড়েন তাহলে সেই মহিলা শারীরিক দিক থেকে ফিট থাকেন? জানি না। সবপূর্ণ পরিকল্পিত কুৎসা।” তন্ময়বাবু এ দিন জানিয়েছেন, রবিবার ইন্টারভিউ নেওয়ার পর মহিলা সাংবাদিক আরও কয়েকজনের সাক্ষাৎকার নেবেন বলেও তাঁকে জানান। এমনকী সেই সাক্ষাৎকার নেওয়ার জন্য কী কী প্রশ্ন করা যেতে পারে সেই সাজেশনও নেন বামনেতার থেকে। এখানেই তন্ময় ভট্টাচার্যের  প্রশ্ন, “একজন ট্রমাটাইজ মেয়ে এত সব কিছুর পর কেন রাত্রিবেলা থানায় গেলেন? সঙ্গে-সঙ্গেই তো পুলিশ স্টেশনে যেতে পারতেন।” আরজি কর থেকে নজর ঘোরাতে তাঁকে ফাঁসানো হচ্ছে না তো? সেই প্রশ্নও তুলে দিলেন বাম নেতা।

Next Article