Richa Ghosh: শুক্রবারই ঘরে ফিরছেন রিচা ঘোষ, চাকরি দেওয়ার প্রস্তাব রাজ্য সরকারের

Richa Ghosh: মেয়র গৌতম দেব জানান, শহরের মেয়ে রিচা ঘোষকে স্বাগত জানাতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে শিলিগুড়ি পুরনিগমের তরফে। শুক্রবার সকাল ন'টায় বাগডোগরা বিমানবন্দর থেকে রিচাকে স্বাগত জানাতে পৌঁছে যাবেন খোদ মেয়র। এছাড়াও থাকবেন শহরের আপামর জনতা। হুটখোলা গাড়ি করে শহরে নিয়ে যাওয়া হবে রিচাকে।

Richa Ghosh: শুক্রবারই ঘরে ফিরছেন রিচা ঘোষ, চাকরি দেওয়ার প্রস্তাব রাজ্য সরকারের
রিচা ঘোষImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 06, 2025 | 9:48 PM

দীক্ষা ভুঁইয়া ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট

কলকাতা: প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়েকে রিচাকে সোনার ব্যাটে সম্বর্ধনা জানাবে সিএবি। এরই মধ্যে রিচাকে চাকরি দেওয়ার প্রস্তাব দিল রাজ্য সরকার। ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের রিচা ঘোষকে পুলিশে চাকরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, যোগ্যতা যাচাই করে কোন পদে চাকরি দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

এদিকে, বিশ্বকাপ জয়ের পর শুক্রবার প্রথম নিজের শহর শিলিগুড়িতে পা রাখতে চলেছেন রিচা। নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তুত শিলিগুড়ি। এদিন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়ের রঞ্জন সরকার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রিড়া পরিষদের পদাধিকারী সহ সদস্যরা। শিলিগুড়ির বিভিন্ন স্কুল এবং ব্যবসায়ী মহলের প্রতিনিধিরাও এদিন আলোচনায় অংশ নেন।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, শহরের মেয়ে রিচা ঘোষকে স্বাগত জানাতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে শিলিগুড়ি পুরনিগমের তরফে। শুক্রবার সকাল ন’টায় বাগডোগরা বিমানবন্দর থেকে রিচাকে স্বাগত জানাতে পৌঁছে যাবেন খোদ মেয়র। এছাড়াও থাকবেন শহরের আপামর জনতা। হুটখোলা গাড়ি করে শহরে নিয়ে যাওয়া হবে রিচাকে। পুলিশের তরফে থাকবে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা।

শিলিগুড়ির সুভাষপল্লীত রিচা নিজের বাড়িতে যাবেন। যাত্রাপথে গোটা শহর ব্যানার ফেস্টুনে মুড়ে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি পুরনিগমের তরফে শুক্রবার বিকেল চারটে নাগাদ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রিচার জন্য এক নাগরিক সম্মানের আয়োজন করা হয়েছে। সেখানে গোটা শহরবাসীকে আহ্বান জানানো হয়েছে। লাল কার্পেটে মুড়ে দেওয়া হবে রিচার বাড়ি থেকে বাঘাযতীন পার্ক। সে পথেই বিকেলে হেঁটে পৌঁছে নাগরিক সম্বর্ধনা নেবেন রিচা।