Durga Puja Panchami: পঞ্চমীর সন্ধ্যায় মাতোয়ারা কলকাতা, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল

Durga Puja 2025: ন্ধ্যা থেকেই ব্যাপক ভিড় দেখা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টং ক্লাবেও। বুর্জ খলিফা, ডিজনিল্যান্ডের পর এবার সেখানে নিউ জার্সির অক্ষরধাম। যদিও মহালয়ার পর থেকেই ব্যাপক ভিড়ের ছবি দেখা গিয়েছিল।

Durga Puja Panchami: পঞ্চমীর সন্ধ্যায় মাতোয়ারা কলকাতা, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল
ভিড় শুধু ভিড় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 27, 2025 | 7:50 PM

কলকাতা: প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা। চোরবাগান থেকে আহিরীটোলা যুবকবৃন্দ, হাতিবাগান সর্বজনীন থেকে ত্রিধারা, সুরুচি সঙ্ঘ থেকে আলিপুর সর্বজনীন, মহাপঞ্চমীর সন্ধ্যায় সর্বত্রই উপচে পড়ল মানুষের ঢল। এদিকে বৃষ্টির পূর্বভাস থাকলেও তা দু-এক পশলা হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে নবমীর রাতে থেকে নতুন নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর সে কারণেই দর্শনার্থীরা যেন চাইছেন বৃষ্টির আগেই ঠাকুর দেখাটা ভাল করে মিটিয়ে নিতে। ভিড় বাড়ছে দমদম তরুণ দল থেকে দমদম ভারতচক্রেও, ভিড় বালিগঞ্জ কালচারালেও। 

অন্যদিকে ভিড়ের প্রতিযোগিতা জোর টক্কর চলছে শ্রীভূমি থেকে টালা প্রত্যয়ের মধ্যেও। ত্রিধারা সম্মিলনীতে এবারের থিম চলো ফিরি। মণ্ডপে ঢুকলেই দেখা মিলবে অঘোরি তান্ত্রিকদের ডেরা। পিছনে দেবাদিদেব মহাদেব। তাল মিলিয়ে চলছে মিউজিক। বেনারাসের হরিশচন্দ্র ঘাট থেকে এসেছেন অঘোরী তান্ত্রিকরা। তাঁদের নানারকম অঙ্গভঙ্গি, নাচ রীতিমতো উপভোগ করতে দেখা যাচ্ছে মণ্ডপে আগত দর্শনার্থীদের। সন্ধ্যা নামতেই উপচে পড়ছে ভিড়। 

অন্যদিকে সন্ধ্যা থেকেই ব্যাপক ভিড় দেখা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টং ক্লাবেও। বুর্জ খলিফা, ডিজনিল্যান্ডের পর এবার সেখানে নিউ জার্সির অক্ষরধাম। যদিও মহালয়ার পর থেকেই ব্যাপক ভিড়ের ছবি দেখা গিয়েছিল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত থিম ও জাঁকজমকপূর্ণ আয়োজনে নজর কাড়ে প্রতিবারই গোটা রাজ্য়েরই। এবারও তার অন্যথা হয়নি।