HC: সিআরপিএফ কনস্টেবল নিয়োগ মামলায় এসএসসিকে রিপোর্ট দেবে রাজ্য, নির্দেশ আদালতের

SSC: শুনানিপর্বে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের চাকরিতে কয়েক লক্ষ চাকুরিপ্রার্থী থাকেন। ফলে প্রি-ভ্যারিফিকেশন সবসময় সম্ভব হয় না। সিবিআই যেহেতু তদন্ত করছে, তাই আপাতত এই ঘটনায় হস্তক্ষেপ নয়।

HC: সিআরপিএফ কনস্টেবল নিয়োগ মামলায় এসএসসিকে রিপোর্ট দেবে রাজ্য, নির্দেশ আদালতের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 3:58 PM

কলকাতা: কনস্টেবল পরীক্ষা বন্ধের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। স্টাফ সিলেকশন কমিটিকে রাজ্য ও মামলাকারী- উভয়পক্ষই রিপোর্ট দিক, নির্দেশ দিয়েছে আদালত। ২০২২ সালে সিআরপিএফে (CRPF) কনস্টেবল পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়। মামলাকারীর দাবি, এ রাজ্যে কনস্টেবল নিয়োগ বন্ধ করা হোক। কারণ, ভুয়ো শংসাপত্র দেখানো হচ্ছে। মামলাকারীর অভিযোগ, রাজ্য পরীক্ষা না করেই ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে একটি মামলা হয়েছিল। মামলাকারীর বক্তব্য ছিল, ব্যারাকপুরের সেনা ছাউনিতে এক পাকিস্তানের নাগরিক কাজ করছেন। সে মামলা পরে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে যায়। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এর পর পরই হাইকোর্টে আরেকটি জনস্বার্থ মামলা হয়। সেখানে ২০২২ সালের সিআরপিএফে (CRPF) কনস্টেবল নিয়োগ পরীক্ষা বাতিলের আবেদন করা হয়।

সেই মামলার শুনানিপর্বে সোমবার প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের চাকরিতে কয়েক লক্ষ চাকুরিপ্রার্থী থাকেন। ফলে প্রি-ভ্যারিফিকেশন সবসময় সম্ভব হয় না। সিবিআই যেহেতু তদন্ত করছে, তাই আপাতত এই ঘটনায় হস্তক্ষেপ নয়। ডিভিশন বেঞ্চ জানায়, মামলাকারীকে স্টাফ সিলেকশন কমিটিকে তথ্য দিতে হবে। একইসঙ্গে রাজ্যকেও স্টাফ সিলেকশন কমিটিকে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতের পর্যবেক্ষণ, রাজ্য ও কেন্দ্র উভয়পক্ষই ভুয়ো তথ্যপ্রমাণের বিষয়ে পদক্ষেপ করুক। এই ঘটনায় দু’টি এফআইআর হয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট পেতে রাজ্য আলাদা পোর্টালও করেছে। এই মামলায় কেন্দ্রের বক্তব্য, সিবিআই, সিআইডি সকলেই এই মামলায় পার্টি। সিআইডি জানিয়েছে, বিষয়টি জাতীয় স্তরে গিয়েছে। তাই তারা এ বিষয়ে তদন্ত করতে চায় না। সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করেছে।