AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Protest: ডিএ আন্দোলনের জন্য অফিস-কামাই? কী ব্যাখ্যা যৌথ মঞ্চের?

DA Protest: কারামন্ত্রী অখিল গিরি বলেছেন, 'দিনের পর দিন অফিস করবেন না, কামাই করবেন, আর বেতন নিয়ে নেবেন? কেটে নেওয়া হোক বেতন।

DA Protest: ডিএ আন্দোলনের জন্য অফিস-কামাই? কী ব্যাখ্যা যৌথ মঞ্চের?
ডিএ আন্দোলনকারী
| Edited By: | Updated on: May 15, 2023 | 8:57 PM
Share

কলকাতা : কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের আঁচ কমেনি এতটুকুও। সরকারের ডিএ দেওয়ার মতো আর্থিক ক্ষমতা যে নেই, সেটা স্পষ্ট ভাষায় নবান্নের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে তাতেও কোনও লাভ হয়নি। সরকারি কর্মীরা তাঁদের দাবিতে অনড়। বরং ধর্মঘট, মহামিছিলে ঝাঁঝ বেড়েছে আরও। এবার প্রশ্ন উঠছে, আন্দোলনারীদের কাজের সময় নিয়ে। যে সময়ে স্কুলে বা অফিসে থেকে কাজ করার কথা, সেই সময় কেন রাস্তায় থাকছেন কর্মীরা? প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। বেতন কেটে নেওয়ার দাবি জানিয়েছেন মন্ত্রী অখিল গিরিও। তবে আন্দোলনকারীদের দাবি, তাঁরা কোনও কাজের সময় নষ্ট করছেন না। প্রাপ্য বা অধিকারের ছুটি নিয়েই আন্দোলন করছেন তাঁরা।

সোমবার সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আপনি সরকারি চাকরি করেন। সব সুবিধা পান। অফিসের সময়ে আপনারা রাস্তায় বিক্ষোভ করছেন? মানুষ তো পরিষেবা পাচ্ছে না? বিক্ষোভ করতে নিষেধ করছি না, তবে অফিসের সময় বাদ দিয়ে করুন।’

অন্যদিকে, রবিবার এক সভা থেকে কারামন্ত্রী অখিল গিরি বলেছেন, ‘দিনের পর দিন অফিস করবেন না, কামাই করবেন, আর বেতন নিয়ে নেবেন? কেটে নেওয়া হোক বেতন। অফিস করলে, কাজ করলে তবেই বেতন নেবেন।’ দায়িত্ব পালন না করে, অধিকার প্রতিষ্ঠা করা যাবে না বলেও মন্তব্য করেছেন অখিল গিরি।

এই প্রসঙ্গে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আমরা আমাদের নায্য ছুটি নিয়েই আন্দোলন করছি। এত বছর কাজ করে আমাদের কিছু ছুটি জমা হয়েছে, সেগুলোই ব্যবহার করা হচ্ছে।’ তাঁর দাবি, সব সরকারি দফতর তো মুখ্যমন্ত্রীর হাতে। তাঁর মন্ত্রীরাই রয়েছেন বিভিন্ন দফতরে, তাই তিনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন, কে কীভাবে আন্দোলন করছেন। ভাস্কর ঘোষ আরও জানান, প্রতি বছর ১৫ টা করে ছুটি জমা হয়, সেগুলোই ব্যবহার করছেন আন্দোলনকারীরা। বর্তমানে স্কুলে গরমের ছুটি চলছে। তাই শিক্ষকরা সেই ছুটিতেই আন্দোলন করছেন। আর গরমের ছুটির আগে? উদ্বৃত্ত ছুটিতেই আন্দোলন করেছেন বলে দাবি যৌথ মঞ্চের। তবে সেই ছুটিই বা আর কতদিন? দাবি না মিটলে দিনের পর দিন আন্দোলন করবেন কীভাবে? ভাস্কর ঘোষের জবাব, ‘অধিকারের জন্য লড়াই চলতে থাকবে, দরকার হলে বেতন বন্ধ হবে (উইদাউট পে), তবে আন্দোলন থামবে না। ‘