Corona Update: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ হাজার, সুস্থতার হার ৯৫ শতাংশ

Corona Update: আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশেষত কলকাতার পজিটিভিটি রেট নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা।

Corona Update: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ হাজার, সুস্থতার হার ৯৫ শতাংশ
কিছুটা কমল রাজ্যের সংক্রমণ। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 12:46 AM

কলকাতা : রাজ্যে আবারও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৭ হাজার পেরিয়েছে। তবে রাজ্যে করোনা পরীক্ষার হার অনেকটাই বাড়ানো হয়েছে। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৬৯ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

যদিও নতুন সংক্রমণের বৈশিষ্ট্য নিয়ে দ্বিমত রয়েছে, তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন। রাজ্যের ক্ষেত্রেও সুস্থতার হার ৯৫ শতাংশের বেশি। আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা বাড়েনি। ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২১৩।

কোন জেলায় কত আক্রান্ত একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ৭৭ শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুবৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ২, শুক্রবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ২, শুক্রবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-১।

মালদহ– গতকাল আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৫৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৯১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১২৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৫৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ২, শুক্রবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৫৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩২৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ৭, শুক্রবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ২, শুক্রবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬৫৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬১২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ৩, শুক্রবার-৭।

আরও পড়ুন: Gangasagar Mela: কোভিড বিধি মানা হচ্ছে কিনা, খতিয়ে দেখতে শুভেন্দুকে নিয়ে কমিটি! শর্তসাক্ষেপে গঙ্গাসাগরে অনুমতি