কলকাতা: গত বছর মার্চ মাসের দোরগোড়ায় রাজ্যে প্রথমবার পা রেখেছিল করোনার মারণ ভাইরাস। এক বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর শনিবার প্রথম বাংলায় দৈনিক মৃতের সংখ্যা ১০০ পেরিয়ে গেল সরকারি হিসেবে। এ দিন স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ফের আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৭ হাজার মানুষ।
শনিবার নতুন করে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫১২-তে পৌঁছে গিয়েছে। রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৬৫৯। গত কয়েকদিনে টেস্টের পরিমাণও বৃদ্ধি পায়নি। ফলে দুশ্চিন্তাও বাড়তে শুরু হয়েছে। অন্যান্য রাজ্যে যখন প্রত্যেকদিন লক্ষাধিক টেস্ট হচ্ছে, তখন এ রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৫৫-৫৬ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ২৯৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। যদিও সামান্য স্বস্তির খবর এটাই যে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৭৪ জন সেরে উঠেছেন।
আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে ৩,৯৩৪ জন শনাক্ত হয়েছেন করোনা ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,৮৮৫। কলকাতায় একদিনে ১৯ জন এবং উত্তর ২৪ পরগনার ২৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বিয়েবাড়ির জমায়েতে রাশ টানল রাজ্য, কোন কোন দোকান খোলা যাবে? বিজ্ঞপ্তি নবান্নর
বাকি জেলাগুলিতেও সংক্রমণের ছবিটা ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৯৯২ জন, হাওড়ায় ৯৬৪ জন, হুগলিতে ৮৬০ জন, বীরভূমে ৬৩৭ জন, পশ্চিম বর্ধমানে ৮৭৪ জন, পূর্ব বর্ধমানে ৪২৩ জন, মালদহে ৪৭১ জন, মুর্শিদাবাদে ৪৪৫ জন, নদিয়ায় ৮৪৮ জন ও দার্জিলিঙে ৫৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: মর্গে স্তূপীকৃত লাশ, নিমতলা শ্মশানে শুধু কোভিডে মৃতদের দাহ করার বেনজির সিদ্ধান্ত পুরসভার