SIR in Bengal: ১০ দিন পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, কেন এমন সিদ্ধান্তের পথে কমিশন?

SIR List: তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপড ভোটারদের তালিকা শনিবার প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আদালতের আগেই নির্দেশ ছিল তথ্যগত অসঙ্গতির তালিকা সামনে আনতে হবে কমিশনকে। এবার সেই নির্দেশই অক্ষরে অক্ষরে মানার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন।

SIR in Bengal: ১০ দিন পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, কেন এমন সিদ্ধান্তের পথে কমিশন?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jan 22, 2026 | 9:54 PM

কলকাতা: আগেও পিছিয়েছে। এবার ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। প্রথমে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি হয়ে যায়। এবার জানা যাচ্ছে সেই তারিখও আরও ১০ দিন পিছিয়ে যেতে পারে। এদিন রাতেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। খবর সূত্রের। ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা যাবে না, মনে করছে কমিশন। সে জন্যই শুনানি প্রক্রিয়ার সময় বাড়ানো হতে পারে। 

এদিকে তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপড ভোটারদের তালিকা শনিবার প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আদালতের আগেই নির্দেশ ছিল তথ্যগত অসঙ্গতির তালিকা সামনে আনতে হবে কমিশনকে। এবার সেই নির্দেশই অক্ষরে অক্ষরে মানার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। সূত্রের খবর, বাংলায় আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। তথ্যগত অসঙ্গতি রয়েছে ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জনের। পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে টাঙানো হবে তালিকা। তালিকায় নাম থাকা যে ব্যক্তিরা আপত্তি জানাতে চান তাঁরা ওই তারিখের পর আগামী ১০ দিনের মধ্যে নিজেরা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে ১০ দিনের মধ্যে নথি সহকারে আপত্তি জানাতে পারবেন। 

ওয়াকিবহাল মহলের মতে, তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপড ভোটারদের তালিকা ২৪ তারিখ যখন প্রকাশ হচ্ছে তারপরে আপত্তি শুনানির জন্য বেশ কিছুটা সময় লাগবে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া মিটতে মিটতে ৭ তারিখের সময়সীমা পার হয়ে যেতে পারে। ফলে তার ছাপ পড়বে ১৪ তারিখেই। তাই কোনওভাবেই ওইদিন চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে না।