স্ত্রীকে বলেছিলেন তিনি এনআইএ অফিসার! কখনও বলেন তিনি পরিচালকও
স্ত্রীকে মারধর ও স্ত্রীর প্রথম পক্ষের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে।
কলকাতা: সম্প্রতি ভুয়ো আধিকারিক পরিচয় দেওয়ায় শিরোনামে এসেছে দেবাঞ্জন বা সনাতনদের নাম। এবার তেমনই এক ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বিয়ের সময় স্ত্রীকে বলেছিলেন তিনি এনআইএ অফিসার। বিয়ের বিজ্ঞাপনেও তাই লেখা ছিল। কিন্তু বিয়ের পর স্ত্রী জানতে পারেন, ওই ব্যক্তি কোনও অফিসার নন। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর ও স্ত্রী’র প্রথম পক্ষের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। আজ, বুধবারই দেবেশ কোলে ওরফে দেব বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জনপ্রিয় ম্যাট্রিমনি ওয়েবসাইটে বিয়ের বিজ্ঞাপনে নিজেকে এনআইএ অফিসার বলে পরিচয় দিয়েছিলেন। এটা ছিল তাঁত দ্বিতীয় বিয়ে। রাধিকা সেন নামে এক বিবাহ বিচ্ছিন্না মহিলাকে বিয়ে করেন তিনি। ২০১৭ তে তাঁদের বি্য়ে হয়। এক ১৬ বছরের মেয়ে রয়েছে রাধিকা সেনের। বিয়ের পর এই মহিলা জানতে পারেন ওই ব্যক্তি আসলে এনআইএ অফিসার নন। মহিলার অভিযোগ, মারধর করা হত তাঁকে এবং টাকাপয়সাও চাওয়া হত। রাধিকার ১৬ বছরের মেয়েকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। ওই ব্যক্তির বিরুদ্ধে বিধান নগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং গতকাল রাতে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ দেবেশ কোলে কে গ্রেফতার করে।
আরও পড়ুন: দেড় কোটি কর্মসংস্থান, রোড ট্যাক্সে ছাড়, গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য বাজেটে
ধৃত দেবেশ কোলে পাল্টা অভিযোগ তোলেন, তাঁর দ্বিতীয় স্ত্রী মানসিক রোগে আক্রান্ত। তাঁর স্ত্রী নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন অভিযুক্ত এই ব্যক্তি। তিনি জানান, রাধিকার বাবা-মা দেখেশুনেই বিয়ে দিয়েছেন। তিনি কোনও তথ্য গোপন করেননি। ১৬ বছরের মেয়ে নিজের মেয়ে হিসেবেই দেখতেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। এমনকি ওই মেয়ের জন্মদিনে ফ্লোটেলে পার্টিও দিয়েছিলেন বলে দাবি দেবেশের। তিনি আরও জানান যে তিনি পেশায় একজন পরিচালকও। রাধিকার মেয়ে তাঁর ছবিতে কাজ করেছেন, রাধিকাও শ্যুটিং-এ যেতেন বলে উল্লেখ করেছেন তিনি।