Rain Forecast: আরব সাগরে গভীর নিম্নচাপ, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর
Rain Forecast: হাওয়া অফিস বলছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেটি আবার রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার দিয়ে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত।

কলকাতা: এ বার আরব সাগরে গভীর নিম্নচাপের সতর্কতা। নিম্নচাপের টানেই ৪ দিনে বর্ষা আসছে কেরলে। সাধারণত ১ জুন বর্ষা আসে সেখানে। কিন্তু, এবার স্পিড বাড়িয়ে আগেই ভারতের মূল ভূখণ্ডে পা রাখছে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতর বলছে ৪ দিনে মৌসুমি বায়ু ঢুকবে উত্তর-পূর্ব ভারতেও। মে-র শেষে বঙ্গোপসাগরেও নিম্নচাপের ইঙ্গিত। এদিকে আবার বর্ষা আসার আগেই ভাসছে মুম্বই-গোয়া। হাওয়া অফিস বলছে, এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও কিছু কিছু জেলাতে হালকা থেকে ঝড়-বৃষ্টির দাপট চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী রবি-সোমবার পর্যন্ত।
হাওয়া অফিস বলছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেটি আবার রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার দিয়ে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত। অন্যদিকে হরিয়ানা, রাজস্থান, অসম এবং উত্তর বাংলাদেশে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে এদিন বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সতর্কতাও থাকছে। অন্যদিকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯১ শতাংশ।
