Byron Biswas: রাজভবনের ফাইলের স্তূপের ভিতরেই কি আটকে বায়রনের ফাইল? শপথপাঠের জট নিয়ে বাড়ছে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 16, 2023 | 10:05 AM

Byron Biswas: কিন্তু এখনও পর্যন্ত সেই ফাইল ফেরত আসেনি বিধানসভায়। ফলে রাজভবন থেকে শপথ সংক্রান্ত ফাইল না এলে কিছুই করণীয় নেই বিধানসভার।

Byron Biswas: রাজভবনের ফাইলের স্তূপের ভিতরেই কি আটকে বায়রনের ফাইল? শপথপাঠের জট নিয়ে বাড়ছে জল্পনা
বায়রন বিশ্বাস (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা: বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের (Bayron Biswas) শপথ নিয়ে জট যেন কাটছে না। এখনও চূড়ান্ত হল না শপথের দিনক্ষণ। ২ মার্চ কংগ্রেসের টিকিটে সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন বায়রন। কেন শপথের দিন ঠিক হল না? দায় কার? রাজভবন নাকি বিধানসভার? প্রশাসনের অন্দরে কান পাতলে শোনা যায় যে শপথের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত ফাইল বিধানসভা থেকে রাজভবনে গিয়েছে। আর তা গিয়েছে শনিবারে। কিন্তু এখনও পর্যন্ত সেই ফাইল ফেরত আসেনি বিধানসভায়। ফলে রাজভবন থেকে শপথ সংক্রান্ত ফাইল না এলে কিছুই করণীয় নেই বিধানসভার।

সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী বিধানসভার সদস্যকে কে শপথবাক্য পাঠ করাবেন,তা স্থির করার সিদ্ধান্ত নিয়ে থাকেন রাজ্যপাল। তিনি নিজে করাতে পারেন অথবা স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর জন্য দায়িত্ব দিতে পারেন। আবার কখনও তিনি চাইলে ডেপুটি স্পিকারকেও দায়িত্ব দিতে পারেন। সাধারণভাবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য স্পিকারকে দায়িত্ব দিয়ে থাকেন রাজ্যপাল। তবে কখনও কখনও ব্যতিক্রম হয়। মমতা বন্দ্যোপাধ্যায় উপ নির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসার পরেই রাজ্যপাল জগদীপ ধনখড় বিধায়ক মমতাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। যা বিধানসভার ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা বলেই রয়েছে।

সাগরদিঘি থেকে গত ২ মার্চ বায়রন বিশ্বাস জিতে এসেছেন। প্রশাসন সূত্রে খবর, রাজ্যপালের সচিবালয় কিছুটা অগোছালো হয়ে রয়েছে। বহু ফাইল গিয়ে পড়ে থাকছে। এক্ষেত্রেও তেমন হয়েছে কি না,তা নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে।

 

Next Article