Bhupati Nagar Blast: ভূপতিনগর ও পাঁশকুড়ার বিস্ফোরণে NIA তদন্তের দাবি, মামলা করার অনুমতি হাইকোর্টের
Bhupatinagar Blast: হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছে।
কলকাতা: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর (Bhupati Nagar) এবং পাঁশকুড়ায় (Panskura) বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের (NIA Probe) দাবি। সেই আবেদন নিয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। ঘটনাটি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আইনজীবীর দাবি, এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেন্সিক দল। এমন অবস্থায় সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছে।
দুপুর ২টোয় মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে একটি বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। যদিও কীভাবে বিস্ফোরণটি হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। ওই বিস্ফোরণের পর থেকেই রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে ভূপতিনগরের বিস্ফোরণ। সোমবারও ওই ঘটনাকে কেন্দ্র করে একপ্রস্থ উত্তপ্ত হয়েছিল এলাকা। প্রসঙ্গত, ওই বিস্ফোরণটি হয়েছিল স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে। এদিকে গতকাল স্থানীয় তৃণমূল সমর্থকরা তিনজন ব্যক্তিকে ঘিরে ফেলেছিলেন। তাঁদের দাবি ছিল, ওই তিনজন বিজেপির সমর্থক এবং তাঁরা ঘটনার সঙ্গে জড়িত।
এদিকে গত সপ্তাহে পাঁশকুড়া থানার সামনে মজুত বাজিতে বিস্ফোরণ ঘটে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছিল। এই দুই ঘটনা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। প্রসঙ্গত, ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি আগেই তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার আবার বক্তব্য ছিল, রাজনীতি করার জন্যই নাকি এনআইএ তদন্তের দাবি জানাচ্ছে বিরোধী শিবির। রাজ্য রাজনীতিতে যখন জোর চর্চায় ভূপতিনগরের বিস্ফোরণ, ঠিক সেই সময় ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনা গড়াল হাইকোর্ট পর্যন্ত। ভূপতিনগর ও পাঁশকুড়ার বিস্ফোরণের ঘটনা এনআইএ তদন্তের দাবি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হল। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও মামলা করার অনুমতি দিয়েছে।