AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dengue Panic: শহরে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, সচেতনতায় বিধাননগর পুরনিগম

Dengue Panic: বিগত কয়েকদিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এরপরই মুখ্যমন্ত্রীর বার্তা পরেই ময়দানে নামে বিধাননগর পুরনিগম।

Dengue Panic: শহরে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, সচেতনতায় বিধাননগর পুরনিগম
ডেঙ্গির প্রকোপ
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 4:08 PM
Share

কলকাতা: রাজ্যে ফের ফিরে এসেছে ডেঙ্গি আতঙ্ক। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। এরইমধ্যে ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরেই পথে নামল বিধাননগর পুরনিগম। সোমবার সপ্তাহের প্রথম দিনের বিধাননগর পুরনিগমের অর্জুনপুর, দেশবন্ধু নগর-সহ বিভিন্ন অঞ্চলে ডেঙ্গি সচেতনতা যাত্রা করা হয় বিধাননগর পুরনিগমের তরফে।

সচেতনতা যাত্রায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা যোগ দেন। ডেঙ্গু সচেতনতা ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে এই পদযাত্রা করা হয়। প্রসঙ্গত, ইতিমধ্যে চলতি বছরে বিধাননগর পুরনিগম অঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বিগত কয়েকদিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এরপরই মুখ্যমন্ত্রীর বার্তা পরেই ময়দানে নামে বিধাননগর পুরনিগম। এদিন মশারি টাঙিয়ে ডেঙ্গু বিরোধী বিভিন্ন প্লাকার্ড নিয়ে ও ডেঙ্গি থেকে কী করে রক্ষা পাওয়া যায়, সেই সমস্ত বার্তা দেন। বিধাননগর পুরনিগমের এই অভিযান নিয়ে মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, তারা সচেতনতা বৃদ্ধির জন্য এই পদযাত্রা করছেন। মানুষকে সচেতন হতে হবে।

এদিকে, আবার দক্ষিণ দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গোপা পাণ্ডের বিরুদ্ধে ওয়ার্ডের ডেঙ্গি সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছে।আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত ওই সুপার ভাইজার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।