Dengue in West Bengal: ডেঙ্গি সামলাতেও কেন্দ্র-রাজ্য সংঘাত? চলছে দায় ঠেলাঠেলি

Dengue in West Bengal: কেন্দ্রের অনুমতি না পাওয়ায় সেই জায়গাগুলি পরিষ্কার করা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাল্টা দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। পরিস্থিতি মোকাবিলা করতে না পেরেই রাজ্য কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ বিজেপি সাংসদের।

Dengue in West Bengal: ডেঙ্গি সামলাতেও কেন্দ্র-রাজ্য সংঘাত? চলছে দায় ঠেলাঠেলি
ডেঙ্গি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 3:02 PM

কলকাতা: ডেঙ্গি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, কীভাবে ডেঙ্গির প্রকোপ বন্ধ হবে, তা নিয়ে দফায় দফায় বৈঠক চলেছে প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের। একগুচ্ছ গাইডলাইনও তৈরি হয়েছে। কিন্তু তারপরও ডেঙ্গি পরিস্থিত পুরোপুরি সামাল দেওয়া যায়নি এখনও। আর এসবের মধ্যেই ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলাতেও কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের বাতাবরণ। কেন্দ্রের অধীনে থাকা একাধিক জায়গায় নোংরা-আবর্জনা জমে রয়েছে। আর সেখানে জমছে জলও। কেন্দ্রের অনুমতি না পাওয়ায় সেই জায়গাগুলি পরিষ্কার করা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাল্টা দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। পরিস্থিতি মোকাবিলা করতে না পেরেই রাজ্য কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ বিজেপি সাংসদের।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার ডেঙ্গি মোকাবিলা করছে। সরকার সবরকম তথ্য দিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে যে সাহায্য দরকার, সেই সাহায্য আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিস, দীর্ঘদিন বন্ধ। সেখানে শুধু মশা নয়, সেগুলি খুললে আপনি সব ধরনের সাপ পাবেন।”

অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, “পশ্চিমবঙ্গে সারা বছর ধরে ডেঙ্গি চলতে থাকে। সরকার মাথা ঘামায় না। লোক মারাও যায়। সেগুলি খবর হয় না। এই মরশুমে জল বাড়ে, মশা বাড়ে, তখন ডেঙ্গিও বাড়ে। রোজ আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু সরকারের হেলদোল নেই। শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছে।”

উল্লেখ্য, কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং এদিন বেহালার বেশ কিছু জায়গা পরিদর্শন করেন। ১২৩ ও ১২২ নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকায় রাস্তায় মাটির নীচ দিয়ে নিকাশির পাইপ বসানোর কাজ চলছে। সেই সব জায়গাও ঘুরে দেখেন তিনি।