Deucha-Pachami: ‘মমতা মুখ্যমন্ত্রী থাকাকালীন দেউচা পাচামি হবে না’,দিলীপের ভবিষ্যদ্বাণী
Deucha-Pachami: দিলীপ ঘোষ বলেন, "উনি দুটো কুমির ছানা বারংবার দেখান। একটি হল বন্দর তৈরি হওয়ার, অপরটি হল দেউচা পাচামি। এই দুটোয় নাকি লক্ষ-লক্ষ চাকরি হবে। কোনওটার টেন্ডার হয়নি।" বিজেপি সাংসদের দাবি,আদানিরা এসেছিলেন দেখতে। ওনারা হাত তুলে নিয়েছেন।"
কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বুধবারই দেশের শিল্পের পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে দুষে তিনি বলেছেন, এজেন্সির ভয়েই শিল্পপতিরা দেশ ছাড়ছেন। তবে বিনিয়োগের জন্য বাংলাই যে আদর্শ ঠিকানা সে কথাও তুলে ধরেন মমতা। কিন্তু মুখ্যমন্ত্রীর এই দাবি ফুৎকারে ওড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দেউচা পাচামি ইস্যুকে হাতিয়ার করে কার্যত বিঁধলেন তাঁকে। পরিষ্কার করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন অন্তত দেউচা পাচামি হবে না।
দিলীপ ঘোষ বলেন, “উনি দুটো কুমির ছানা বারংবার দেখান। একটি হল বন্দর তৈরি হওয়ার, অপরটি হল দেউচা পাচামি। এই দুটোয় নাকি লক্ষ-লক্ষ চাকরি হবে। কোনওটার টেন্ডার হয়নি।” বিজেপি সাংসদের দাবি,আদানিরা এসেছিলেন দেখতে। ওনারা হাত তুলে নিয়েছেন। ওখানে বন্দর হওয়া সম্ভব নয়। এরপরই স্পষ্টত তিনি জানান, “আর দেউচা পাচামি কবে খোঁড়া হবে, কে খুঁড়বে? যদি হয়ও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন হবে না।”
প্রসঙ্গত, বীরভূমে বিপুল কয়লার ভান্ডার আছে জানার পরেই জমি অধিগ্রহণের কাজ শুরু করেছিল রাজ্য সরকার। এরজন্য জমিদাতাদের পুনর্বাসন এবং চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় রাজ্য। আর সেই প্রতিশ্রুতি মতো হাজারের বেশি জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে সরকারের তরফে। এলাকায় দ্বিতীয় পর্যায়ের খননের কাজও হয়েছে।